Advertisment

যোগী আদিত্যনাথকে শোকজ নোটিস কমিশনের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শোকজ করল নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
yogi adityanath, যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাখ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিপাকে যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শোকজ করল নির্বাচন কমিশন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যোগীকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। যোগীর মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে কমিশন। শুক্রবার বিকেল ৫টার মধ্যে যোগী আদিত্যনাথকে জবাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisment

আরও পড়ুন: ‘কংগ্রেসের জন্য মুসলিমরা ভোটব্যাঙ্ক, আমাদের জন্য তাঁরা ভারতীয়’, সংসদে সুর চড়ালেন মোদী

 ঠিক কী বলেছিলেন যোগী আদিত্যনাথ?

একটি নির্বাচনী মিছিল থেকে যোগী বলেছিলেন, “এ কোন ধরণের স্লোগান তাঁরা দিচ্ছেন? আজাদি, আজাদি? কী ধরণের আজাদি চাইছেন তাঁরা? এর আগে পাকিস্তান থেকে টাকা নিয়ে এসে প্রতিবাদীরা কাশ্মীরের সম্পত্তি নষ্ট করেছেন। কেজরিওয়ালের দল এবং কংগ্রেস তাঁদের সমর্থন করেছে। কিন্তু উপত্যকা থেকে ৩৭০ ধারা রদ করার পর তা বন্ধ হয়েছে। পাকিস্তানি জঙ্গিদের ধরে ধরে জেলে পুরেছে আমাদের সেনারা। কংগ্রেস আর আম আদমি পার্টি তাঁদেরকেই বিরিয়ানি খাওয়াচ্ছে। কিন্তু আমরা তাঁদের বিরিয়ানি নয়, বুলেট খাওয়াই।”

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla

yogi adityanath
Advertisment