Advertisment

কী করে মোহান্ত থেকে মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথের সাফল্যের রহস্যভেদ

"কেউ ভাবেনি যোগী মুখ্যমন্ত্রী হবে। অনেক আমাকে ফোন করে বলেছিলেন, 'যোগী কখনও একটা পুরসভা চালায়নি, ওঁকে কেন মুখ্যমন্ত্রী করা হচ্ছে!' সত্যিই কোনও প্রশাসন চালানোর অভিজ্ঞতা ওঁর ছিল না।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

কোনওরকমের রাজনৈতিক অভিজ্ঞতাহীন যোগী আদিত্যনাথকে কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তার ব্যাখ্যা দিলেন অমিত শাহ। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী কর্মমুখিনতাই তাঁর অনভিজ্ঞতাকে ঢেকে দিয়েছে।

Advertisment

লখনউয়ে ৬৫ হাজার কোটি টাকার এক শিল্প প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি অমিত শাহ এ প্রসঙ্গ তোলেন।

আরও পড়ুন, সরকার বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে নয়: অর্থমন্ত্রী

সংবাদসংস্থা পিটিআই এ ব্যাপারে অমিত শাহকে উদ্ধৃত করেছে। তিনি বলেন, "কেউ ভাবেনি যোগী মুখ্যমন্ত্রী হবে। অনেক আমাকে ফোন করে বলেছিলেন, 'যোগী কখনও একটা পুরসভা চালায়নি, ওঁকে কেন মুখ্যমন্ত্রী করা হচ্ছে!' সত্যিই কোনও প্রশাসন চালানোর অভিজ্ঞতা ওঁর ছিল না। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ত্যাগ ও আনুগত্য, এবং পরিশ্রমের ক্ষমতা। সে কথা মাথায় রেথেই রাজ্যপাট যোগী আদিত্যনাতের হাতে তুলে দেওয়া হয়েছিল। সে সিদ্ধান্ত ঠিক ছিল এবং উনি এ সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেছেন।"

২০১৭ সালের উত্তর প্রদেশ লোকসভা ভোটে বিজেপি ব্যাপক জয় পেয়েছিল। মোট ৪০৩টি বিধানসভার মধ্যে ৩২৫টি আসনে জয়লাভ করেছিল তারা। এর পরেই গোরখপুর মন্দিরের প্রধান মোহান্ত যোগী আদিত্যনাথের নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। ভোটের আগে তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণাও করা হয়নি, ফলে এ সিদ্ধান্তে চমৎকৃত হয়েছিলেন অনেকেই।

৫ ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর যে স্বপ্ন তাতে উত্তরপ্রদেশের অবদান নিয়ে নিশ্চিত অমিত শাহ।

মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ বলেন, "গত দু বছরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে যোগী সরকার উন্নয়নের প্রথম বাধা অতিক্রম করেছে।"

আদিত্যনাথ বলেন, রফতানি ক্ষেত্রে রাজ্যে ২৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। গত সপ্তাহেই আদিত্যনাথ বলেছিলেন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিসম্পন্ন রাজ্য হয়ে ওঠার ক্ষমতা রয়েছে উত্তর প্রদেশের।

Read the Full Story in English

amit shah yogi adityanath bjp
Advertisment