Advertisment

ফার্মা পার্ক গড়তে মরিয়া যোগী, কেন্দ্রে কাছে প্রস্তাব পাঠাবে উত্তরপ্রদেশ সরকার

বাল্ক ড্রাগ পার্কের জন্য বন্দেলখণ্ডে জমি দেখে রেখেছে সরকার। এছাড়া, মেডিক্যাল ডিভাইস পার্ক গঠন হতে পারে রাজ্যের পশ্চিমপ্রান্তে। এক্ষেত্রেও জমি চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath

যোগী আদিত্যনাথ

রাজ্যে একটি ওষুধ ও তার সরঞ্জাম তৈরির পার্ক গঠন করতে আগ্রহী যোগী সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে এই মর্মে আবেদন করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। বাল্ক ড্রাগ পার্কের জন্য বন্দেলখণ্ডে জমি দেখে রেখেছে সরকার। এছাড়া, মেডিক্যাল ডিভাইস পার্ক গঠন হতে পারে রাজ্যের পশ্চিমপ্রান্তে। এক্ষেত্রেও জমি চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছে।

Advertisment

বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনটি ফার্মা পার্ক প্রকল্পের জন্য এ বছর শুরুতেই অনুমোদন দিয়েছিল মোদী সরকার। প্রত্যেকটির মেগা ড্রাগ পার্ক তৈরির ক্ষেত্রেই হাজার কোটি করে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়। তবে, মেডিক্যাল ডিভাইস পার্ক প্রকল্পে পরিকাঠামো নির্মাণে এককলীন একশ কোটি আর্থিক সহায়তা দেবে কেন্দ্র।

উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা গিয়েছে, বন্দেলখণ্ডের লাতিপুরে বাল্ক ড্রাগ পার্কের জন্য দু'হাজার একর জমি চিহ্নিতকরণের কাজ শেষ। নয়ডার গৌতম বুদ্ধ নগরে মেডিক্যাল ডিভাইস পার্ক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে সাড়ে তিনশ একর জমি। এটি যমুনা এক্সপ্রেস শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের জমি।

শুক্রবার এ সংক্রান্ত সরকারি উদ্যোগের কথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জানিয়েছেন উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকরা। এই প্রকল্প দুটি বাস্তবায়ণে মুখ্যমন্ত্রী আগ্রহী। দ্রুত কাজশেষ করার কথা জানিয়েছেন তিনি। তবে, প্রকল্প মেলার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় প্রকল্প পেতে বিভিন্ন রাজ্য নানা সুযোগ-সুবিধার ঘোষণা করেছে।

ভারতে ওষুধ ও তা তৈরির সরঞ্জাম একটি বহৎ শিল্প। এছাড়াও এর সঙ্গে বহু ক্ষুদ্র-মাঝারি ও অতি ক্ষুদ্র সংস্থা জড়িত। এই ধরনের পার্ক হলে এইউ শিল্পে কর্ম সংস্থান ও বানিজ্যিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

yogi adityanath uttar pradesh
Advertisment