Advertisment

'ভুল মন্ত্রীকে প্রশ্ন করছেন, পাকিস্তানের মন্ত্রীদের করুন', পাক সাংবাদিককে সন্ত্রাস নিয়ে মোক্ষম জবাব জয়শঙ্করের

রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা করার পর এবার পাকিস্তানি সাংবাদিককে একহাত নিলেন ভারতের বিদেশমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
S Jaishankar, External Affairs Minister, terror listings at UN, Pakistan, Pakistan terrorists, UN sanctions, New York, UN General Assembly, India news, world new

সন্ত্রাসবাদকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহার! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভয়ঙ্কর আক্রমণ জয়শঙ্করের

রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা করার পর এবার পাকিস্তানি সাংবাদিককে একহাত নিলেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। সাংবাদিকের প্রশ্ন ছিল, দক্ষিণ এশিয়া আর কতদিন নয়াদিল্লি, কাবুল আর পাকিস্তান থেকে সন্ত্রাসের প্রচার দেখবে! তার উত্তরে মোক্ষম জবাবে ধুয়ে দিলেন জয়শঙ্কর।

Advertisment

তিনি বলেন, "আপনি জানেন, আপনি ভুল মন্ত্রীকে এই প্রশ্ন করছেন। কতদিন চলবে সেটা পাকিস্তানের মন্ত্রীদের জিজ্ঞেস করুন। তাঁরা বলতে পারবেন, পাকিস্তান আর কতদিন সন্ত্রাসকে মদত দেবে।" রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জয়শঙ্কর। ভারত এমাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব পেয়েছে।

জয়শঙ্করের খোঁচা, "গোটা বিশ্ব পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুরঘর হিসাবে দেখে। আন্তর্জাতিক মহল এটা ভোলেনি যে শয়তানি কোথা থেকে রসদ পাচ্ছে। কোভিডের জন্য গত ২ বছর বিশ্ব স্তব্ধ হলেও সন্ত্রাস কমেনি। তিনি বলেন, বিশ্ব এখন ওঁদের সন্ত্রাসের আঁতুরঘর হিসাবে দেখে। সেটাই বাকিরা বার বার বলে। আমি জানি আমরা গত আড়াই বছর ধরে কোভিডের কারণে সমস্যায়। অনেকের মস্তিষ্কেও প্রভাব পড়েছে। তবে আমি এটা আশ্বস্ত করতে পারি যে বিশ্ব ভোলেনি সন্ত্রাস কোথা থেকে তৈরি হচ্ছে। এই অঞ্চলে কাদের অঙ্গুলিহেলনে এই ধরনের কার্যকলাপ সংগঠিত হচ্ছে। আমার মনে, ওঁদের নিজেদের এটা মনে করানো দরকার, অন্য সবকিছু বাদ দিয়ে।"

আরও পড়ুন সন্ত্রাসবাদ ‘বিষধর সাপের’ সমান, কামড় খেতেই হবে, ‘আন্তর্জাতিক ফোরামে’ পাকিস্তানকে তুলোধোনা

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের বৈঠকে পাকিস্তানের বর্তমান বিদেশ মন্ত্রী হিনা রাব্বানি খার অভিযোগ করেছিলেন, "সন্ত্রাসকে কেউ ভারতের মতো ভাল ব্যবহার করতে পারেনি।" তখনই জ্বলে ওঠে জয়শঙ্কর। পাল্টা বলেন, "প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন ২০১১ সালে যৌথ সাংবাদিক বৈঠকে তৎকালীন পাক বিদেশ মন্ত্রী হিনার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আপনি কখনও এটা আশা রাখবেন না য়ে আপনার উঠোনে সাপকে পুষবেন অথচ সেটা শুধু আপনার প্রতিবেশীকে ছোবল মারবে।"

সেদিনের হিলারির মন্তব্য উদ্ধৃত করে হিনাকে এবার জবাব দেন জয়শঙ্কর। বলেন, "সেদিনের পরামর্শ আজও মানেনি পাকিস্তান। দেখুন কী হচ্ছে সেখানে। পাকিস্তানের উচিত এদের সাফাই করা এবং ভাল প্রতিবেশী হওয়ার চেষ্টা করা। দিনের শেষে দুনিয়া বোকা নয় বা ভুলো নয় যে বার বার যারা সন্ত্রাস করছে সেই দেশ-সংগঠনগুলোকে ডাকছে।"

pakistan S jaishankar United Nations
Advertisment