Advertisment

Crime: পুলিশের সামনেই ক্যামেরা অন, মাকে পুড়িয়ে মারল 'গুণধর' ছেলে, ঘটনার বীভৎসতায় শিউরে উঠল দেশ

ঘটনার পর ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে। তাকে জেরা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Man killed mother,ALIGARH CRIME,Aligarh District,Uttar Pradesh Aligarh,Aligarh Police Station,Woman killed by son,পুড়িয়ে মারল,আলিগড় আগুন,আলিগড়,আলিগড় হত্যা"

ঘটনার বীভৎসতায় শিউরে উঠল দেশ

Crime: মায়ের গায়ে পেট্রোল ঢেলে পুলিশের সামনেই মাকে পুড়িয়ে মারল 'গুণধর' ছেলে। এরপর মোবাইল ফোনের ক্যামেরা অন করে সেই ঘটনা রেকর্ড করলেন তিনি। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ওই মহিলার। নিন্দার ঝড় দেশজুড়ে। জানা গিয়েছে সম্পত্তি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ওই মহিলার দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে থানায় গিয়েছিলেন মা-ছেলে। ঘটনার পর ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে। তাকে জেরা করা হচ্ছে।

Advertisment

ঘটনা প্রসঙ্গে এসএসপি সঞ্জীব সুমন বলেন, "মৃত মহিলা হেমলতার সঙ্গে মামা শ্বশুরের জমি নিয়ে দীর্ঘ দিনের একটা বিরোধ চলছিল। এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেন তিনি। তার ভিত্তিতে একটি চার্জশিটও দাখিল করা হয়েছে। এতে আজ থানায় দু' পক্ষকেই ডাকা হয়। সেখানে বলা হয়, মহিলাকে বাড়ি ছাড়তে হলে তাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে হবে। টাকা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। এই ঘটনার পর মহিলা থানা ছেড়ে বাইরে বেরোতেই ছেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় মার শরীরে। অগ্নিকাণ্ডের পুরো ভিডিওটি থানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ মহিলা বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেও ব্যর্থ হয়। মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে"। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মহিলা এর আগে তার আত্মীয়দের বিরুদ্ধে শ্লীলতাহানি ও লাঞ্ছনার মামলা দায়ের করেছিলেন। সেটারও তদন্ত চলছে।

আরও পড়ুন <IAS Puja Khedkar: বিতর্ক যেন পিছু ছাড়ছে না, কেন্দ্রের পদক্ষেপের মাঝেই তোলপাড় ফেলা কাণ্ড ট্রেনি IAS-র>

মঙ্গলবার, দুপুর ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের আলিগড়ে । মৃতার নাম হেমলতা। পরিবারের একটি সূত্র জানাচ্ছে জমি সংক্রান্ত মামলায় পারিবারিক বিবাদ চলছিল। এর আগে ২২ বছরের ছেলে গৌরবের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন হেমলতা। থানায় এদিন কোন সুরাহা হল না দেখে পুলিশের সামনে লাইটার দিয়ে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় গৌরব। গোটা ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ডও করে সে। এ ছাড়া গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। ইতিমধ্যেই গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ।

Uttarpradesh Murder
Advertisment