Chennai BMW Hit and Run Case: ফুটপাতে ঘুমানোই কাল! সাংসদ-কন্যার গাড়ির চাকায় পিষ্ট যুবক, জামিন পেতেই তুলকালাম
ফুটপাতে ঘুমিয়েছিলেন বছর ২৪-এর এক যুবক। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিলাসবহুল BMW গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনার জেরে নিহত হন সূর্য নামের বছর ২৪-এর এক তরতাজা যুবক। জানা গিয়েছে তিনি ছবি আঁকার কাজ করতেন। মাত্র আট মাস আগে তার বিয়ে হয়।
MP Beeda Mastan Rao Daughter Crushed Man: ফুটপাতে ঘুমিয়েছিলেন বছর ২৪-এর এক যুবক। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিলাসবহুল BMW গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনার জেরে নিহত হন সূর্য নামের বছর ২৪-এর এক তরতাজা যুবক। জানা গিয়েছে তিনি ছবি আঁকার কাজ করতেন। মাত্র আট মাস আগে তার বিয়ে হয়।
Advertisment
চেন্নাইতে রাজ্যসভার সাংসদ বেদা মাস্তান রাওয়ের মেয়ের এহেন কীর্তিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বেসান্ত নগর এলাকায় ফুটপাতে ঘুমন্ত ২৪ বছর বয়সী যুবকের উপর BMW গাড়ি চালিয়ে দেন। যার জেরেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার পর সাংসদ কন্যাকে থানা থেকে জামিন দেয় পুলিশ। যুবকের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা চেন্নাইয়ের শাস্ত্রী নগর থানায় পৌঁছে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তথ্য অনুযায়ী, সোমবার (১৭ জুন) রাতে এ ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন সাংসদের মেয়ে মাধুরী। দুর্ঘটনার সময় গাড়িতে মাধুরীর এক বন্ধুও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর সাংসদের মেয়ে মাধুরি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্ত মাধুরীকে হেফাজতে নেয়। কিন্তু থানা থেকেই জামিন পান তিনি।
বেদা মাস্তান রাও ওয়াইএসআর কংগ্রেস পার্টির রাজ্যসভার সাংসদ। এর পাশাপাশি তিনি অন্ধ্রপ্রদেশের একজন বড় ব্যবসায়ী। নির্বাচনী হলফনামা অনুসারে, তার ১৬৫ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। বেদা মাস্তান রাও ২০০৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি টিডিপির টিকিটে কাভালি আসন থেকে বিধায়কও হয়েছেন। ২০১৯ সালে তিনি YSR কংগ্রেসে যোগ দেন। এর পরে তাকে ২০২২ সালে রাজ্যসভায় পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার স্ত্রী বনিতার সঙ্গে সূর্যের কথা কাটাকাটি হয়। এরপর তিনি মদ্যপান করেন, বাড়ি না ফিরে তিনি বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে ফুটপাতের উপর ঘুমিয়ে পড়েন। স্থানীয় মানুষ এই ঘটনায় পুলিশকে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রাতে শাস্ত্রীনগর থানা ঘেরাও করে তারা।