অ্যান্টিলিয়ায় বোমাতঙ্কের পর থেকেই শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের সুরক্ষা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র। এবার রিলায়েন্স কর্ণধারের স্বস্তি বাড়াল সুপ্রিম কোর্টের নির্দেশ। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, আম্বানি এবং তাঁর পরিবারকে দেশ এবং দেশের বাইরে সর্বত্র জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে।
এতদিন মুম্বইয়ের মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকতেন আম্বানিরা। তা-ও আবার নিজেদের খরচে। সুপ্রিম কোর্টের বিচারপতি কৃষ্ণামুরারি এবং আহসানাউদ্দিন আমানুল্লার বেঞ্চ জানিয়ে দিয়েছে, সর্বোচ্চ জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষা দিতে হবে আম্বানিদের। গোটা দেশের যেখানেই তাঁরা যাবেন, বা দেশের বাইরে গেলেও নিরাপত্তা দিতে হবে তাঁদের। এ বিষয়ে নিশ্চিত করবে মহারাষ্ট্র সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রক।
তবে আদালত এও স্পষ্ট করেছে, গোটা নিরাপত্তা বেষ্টনীর খরচ তা দেশের ভিতরে বা দেশের বাইরে হোক না কেন সেটা আম্বানিদেরই পকেট থেকে দিতে হবে। বস্তুত, গত বছর জুলাইয়ের একটি নির্দেশিকা যা সুপ্রিম কোর্ট ইস্যু করেছিল আম্বানিদের নিরাপত্তা সংক্রান্ত সেটি নিয়ে স্পষ্টতা চেয়ে মামলা করেন বিকাশ সাহা নামে জনৈক ব্যক্তি।
আরও পড়ুন ফের ফেল, জিডিপি লজ্জায় ফেলছে ভারতকে
তিনি আদালতে জানান, আদালতের নির্দেশে অনেক বিভ্রান্তি রয়েছে। তাতে স্পষ্ট করা নেই মহারাষ্ট্রের মধ্যেই জেড প্লাস নিরাপত্তা সীমাবদ্ধ নাকি গোটা দেশেই তা কার্যকর হবে। আম্বানিদের তরফে আইনজীবী মুকুল রোহাতগি জানান, জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কারণ হল, বার বার মুম্বই পুলিশ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আম্বানিদের উপর হামলার আভাস আসছে।