শুভাকাঙ্ক্ষীদের থেকে সন্দেহজনক অনুদান পেতেন জাকির নায়েক: ইডির রিপোর্ট
পিটিআই সূত্রে খবর, ইডি-র তরফে জানানো হয়েছে মুম্বইয়ের চ্যারিটি ট্রাস্ট দ্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন দেশ জুড়ে এবং বিদেশ থেকে অনুদান এবং জকত হিসেবে আর্থিক সাহায্য গ্রহণ করত।
আর্থিক তছরুপের মামলায় ধর্মীয় গুরু জাকির নায়েকের কাছ থেকে কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সূত্রের খবর, বছরভর সন্ত্রাসের উদ্রেক করা ভাষণ দেওয়ার জন্য কোনও এক শুভাকাঙ্ক্ষী নাইককে ওই টাকা দিয়েছিলেন। যদিও তাঁকে এখনও চিহ্নিত করা যায়নি।
Advertisment
পিটিআই সূত্রে খবর, ইডি-র তরফে জানানো হয়েছে মুম্বইয়ের চ্যারিটি ট্রাস্ট দ্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন দেশ জুড়ে এবং বিদেশ (ওমান, মালয়েশিয়া, কুয়েত, বাহারিন, সৌদি আরব) থেকে অনুদান এবং জকত হিসেবে আর্থিক সাহায্য গ্রহণ করত।
ইডি-র তদন্ত রপোর্ট বলছে আইআরএফ প্রাপ্ত অনুদান সিটি, ডিসিবি, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়াসহ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখত।
২০০৩-০৪ থেকে ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত আইআরএফ এর কাছে ৬৪.৮৬ কোটি টাকার অনুদান এসেছে নায়েকের কাছে। অনুদান এসেছে নগদে এবং প্রেরকের নামের জায়গায় শুধুই 'শুভাকাঙ্ক্ষী' উল্লেখ থাকায় পরিচয় জানা যায়নি।