Advertisment

ইউক্রেনের বাইরে বিরল সফর, ব্রিটিশ আইনপ্রণেতাদের কাছে যুদ্ধবিমান চাইলেন জেলেনস্কি

জেলেনস্কির বক্তব্য শুনতে ৯০০ বছরের পুরোনো ওয়েস্টমিনস্টার হল ছিল কানায় কানায় পরিপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
zelenesky

মার্কিন পার্লামেন্টে আগেই আইনপ্রণেতাদের সামনে বক্তব্য রেখেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এবার তিনি ব্রিটিশ আইনপ্রণেতাদের সামনে বক্তব্য রাখলেন। রুশ হামলার শুরুর দিন থেকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। সেকথা মাথায় রেখেই ব্রিটিশ আইনপ্রণেতাদের ধন্যবাদও জ্ঞাপন করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

Advertisment

জেলেনস্কির এই সফর ঠিক এমন একটা সময়ে করলেন, যখন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষা আরও মজবুত করতে চাইছে। আর, সেটা করতে গেলে বর্তমানে ইউক্রেনের আরও অস্ত্র দরকার। অন্যান্য সাহায্য দরকার। আমেরিকা সাহায্যের হাত বাড়িয়েছে। এবার ইউরোপের নির্দিষ্ট কিছু দেশ ছাড়া আরও বেশিসংখ্যক দেশের সাহায্যে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। গোটা ইউরোপে ব্রিটেন বরাবরই এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছে।

ইউক্রেন নিজেও ইউরোপের দেশ। সেসব কথা মাথায় রেখে এবার ব্রিটেন সফরে জোর দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ আইনপ্রণেতাদের সামনে দেওয়া ভাষণে ইউক্রেনের জন্য যুদ্ধবিমানও চাইলেন। ইউক্রেনের ধারণা, এই যুদ্ধবিমান পেলে রাশিয়ার অগ্রগতি তারা রোধ তো করতে পারবেই। পাশাপাশি, তাদের যে অঞ্চল রাশিয়া দখল করে রেখেছে, তা-ও পুনরুদ্ধার করতে পারবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের এই সব বক্তব্য শুনতে বুধবার ৯০০ বছরের পুরোনো ব্রিটেনের ওয়েস্টমিনস্টার হল কানায় কানায় পরিপূর্ণ ছিল। একবছর আগে একতরফা ভাবে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। তারপর থেকে এবার ব্রিটেনকে নিয়ে মোট দুটো দেশে সফর করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর এই দ্বিতীয় সফরে বুধবার জেলেনস্কি ব্রিটেনের আইনপ্রণেতাদের জানিয়েছেন, যুদ্ধবিমান থাকলে রাশিয়ার দখলে থাকা তাঁদের জমি পুনরুদ্ধার সহজ হবে।

আরও পড়ুন- হাজারো কথা বলেছেন, আদানিকে নিয়ে রা কাড়েননি মোদী, অভিযোগ রাহুলের

জেলেনস্কি বলেন, 'এর আগের যুদ্ধে অশুভর পরাজয় ঘটেছে।' তাঁর ট্রেডমার্ক পোশাক জলপাই রঙের ড্র্যাব সোয়েটশার্ট পরে জেলেনস্কি ব্রিটেনের আইনপ্রণেতাদের বলেন, 'আমরা জানি যে রাশিয়া এই যুদ্ধে হেরে যাবে। আর বিজয় বিশ্বকে বদলে দেবে।' ওয়েস্টমিনস্টার হলে এই সব বক্তব্য রাখার পাশাপাশি, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্যও ব্রিটিশ সরকারকে অনুরোধ করেছেন জেলেনস্কি।

Read full story in English

Britain Zelenskyy Rishi Sunak
Advertisment