ইউক্রেনের চেরনিভ-এ ভয়াবহ রুশ হামলা। মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত এবং সেই সঙ্গে আহত হয়েছে শতাধিক মানুষ। ভয়ঙ্কর এই হামলার ঘটনায় গর্জে উঠেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে রাশিয়াকে নিজেকে "সন্ত্রাসবাদী রাষ্ট্র" হিসেবে চিহ্নিত করেছে”।
শনিবার উত্তর ইউক্রেনের একটি শহরের কেন্দ্রে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং শিশুসহ শতাধিক আহত হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। গত মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে যোগদানের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রথম বিদেশ সফরে সুইডেনে আসার সময় চেরনিভে হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, নিহতদের মধ্যে রয়েছে একটি ৬ বছরের শিশুকন্যা। ১২৯ জন আহতের মধ্যে ১৫টি শিশু’।
হামলার ঘটনায় গর্জে উঠেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, এই হামলাটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে রাশিয়া একটি "সন্ত্রাসবাদী রাষ্ট্র" এবং বিশ্বকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, "একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আমাদের চেরনিভ শহরের ঠিক মাঝখানে আঘাত হেনেছে, যেখানে রয়েছে একটি পলিটেকনিক কলেজ, থিয়েটার”। যুদ্ধের শুরুতে চেরনিভে রাশিয়ান বাহিনী তাদের অধিকার কায়েম করে। পরে গত এপ্রিলে রাশিয়া সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেয়।