Advertisment

শত্রু দেশে বিদ্রোহের খবরে খুশিতে ডগমগ জেলেনস্কির সাফ কথা, 'রাশিয়ার দুর্বলতা স্পষ্ট'

গর্বিত প্রেসিডেন্টের হুংকার, 'ইউক্রেনের সৈন্যরা জানে, কী করতে হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Ukraine’s Zelenskyy

রাশিয়ায় ওয়াগনার সংস্থার বিদ্রোহ ইস্যুতে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি শনিবার জানিয়েছেন যে ওয়াগনার বিদ্রোহ রাশিয়ার দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে। জেলেনস্কির স্পষ্ট কথা, মস্কো যত বেশি সময় ইউক্রেনে তার সৈন্য এবং ভাড়াটে সৈন্যদের রাখবে, তত বেশি বিশৃঙ্খলা রাশিয়ায় তৈরি হবে। শনিবার রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ওয়াগনার সংস্থার প্রধান প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ভাড়াটে সেনাদের স্পষ্ট বিদ্রোহের ইঙ্গিতের পর জেলেনস্কি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, 'রাশিয়ার দুর্বলতা স্পষ্ট, পূর্ণমাত্রায় দুর্বলতা।'

Advertisment

প্রায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কায়দায় জেলেনস্কি বার্তায় বলেন, 'যাঁরা মন্দ পথ বেছে নেয়, তাঁরা নিজেকেই ধ্বংস করে। যাঁরা অন্য দেশের জীবন ধ্বংস করার জন্য সৈন্যদের বাহিনী পাঠায়, তাঁরা প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয়, বিশ্বাসঘাতকতার হাত থেকে বাঁচতে পারে না। যারা ক্ষেপণাস্ত্র ছুড়ে সন্ত্রাস করে, সেই ক্ষেপণাস্ত্রকে যখন গুলি করে ধ্বংস করা হয়, তখন সেই ক্ষেপণাস্ত্রকে নিজেদের বলে স্বীকারও করতে পারে না। যিনি মানুষকে ঘৃণা করেন এবং কয়েক হাজার মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেন, তিনিই বাধ্য হন অস্ত্র নিয়ে শুধুমাত্র মস্কো অঞ্চল রক্ষার জন্য লড়াই করতে।'

রাশিয়ার শক্তি ক্ষয়িষ্ণু, আমেরিকার সুরে কার্যত এই অভিযোগ করে জেলেনস্কি বলেন, 'দীর্ঘদিন ধরে, রাশিয়া তার দুর্বলতা এবং তার সরকারের মূর্খতাকে ঢেকে রাখার জন্য প্রচার চালিয়ে আসছিল। আর এখন এত বিশৃঙ্খল অবস্থা যে কোনও মিথ্যাকেই আড়াল করতে পারছে না। আর, এই সমস্ত একজন ব্যক্তির জন্য, যিনি ১৯১৭ সালের মত পরিস্থিতি তৈরি করার ভয় বারবার দেখান। যদিও তিনি এটি ছাড়া আর কিছুই করতে সক্ষম হননি। আসলে, রাশিয়ার দুর্বলতা স্পষ্ট। পূর্ণমাত্রায় দুর্বলতা। রাশিয়া যত বেশি সময় আমাদের ভূমিতে তার সৈন্য এবং ভাড়াটে সৈন্যদের রাখবে, তত বেশি বিশৃঙ্খলা, যন্ত্রণা এবং সমস্যা তাদেরও ভুগতে হবে, এটা স্পষ্ট।'

আরও পড়ুন- জাতীয়তাবাদী মুসলিম অপছন্দ, বোমা বানানোয় ওস্তাদ সংখ্যালঘু চান মমতা, কটাক্ষ নৌশাদের

জেলেনস্কির দাবি, 'ইউক্রেন রাশিয়ার মন্দ ও বিশৃঙ্খলার বিস্তার থেকে ইউরোপকে রক্ষা করতে সক্ষম। আমরা আমাদের স্থিতিস্থাপকতা, ঐক্য এবং শক্তি বজায় রাখতে সক্ষম। আমাদের সমস্ত কমান্ডার, আমাদের সমস্ত সৈন্য জানে কী করতে হবে। কীভাবে ইউক্রেনের গরিমা বজায় রাখতে হবে!'

Volodymyr Zelenskyy Russia-Ukraine Conflict Vladimir Putin
Advertisment