/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/sun-horoscope-759.jpg)
আজকের রাশিফল।
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
ভালই কাটবে ছুটির দিন। নয়া ভাবনার বিকাশ ঘটতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। খরচ বাড়বে।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
ভালই কাটবে ছুটির দিন। নয়া ভাবনার বিকাশ ঘটতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। খরচ বাড়বে।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
চাকরির জন্য় হন্য়ে হয়ে খুঁজে নিজেকে ব্য়স্ত রাখবেন। আর্থিক যোগ স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হতে পারে।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে। কারও হস্তক্ষেপ বরদাস্ত করবেন না। আর্থিক প্রাপ্তি ভাল হবে।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন যোগসূত্র তৈরি হতে পারে। আর্থিক প্রাপ্তির জন্য় পরিশ্রম করতে হতে পারে।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
ভেবেচিন্তে কাজ করুন। কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। খরচ বাড়বে।
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
কর্মক্ষেত্রে জটিলতা কাটবে। আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
ভেবেচিন্তে খরচ করুন। অপ্রোয়জনে টাকা খরচ হতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে সমস্য়া দেখে যেতে পারে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
নিজের কাজ মন দিয়ে করুন। আর্থিক দিক থেকে ভাল দিন। শত্রুরা ক্ষতি করতে পারবে না।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
ভেবেচিন্তে পদক্ষেপ করুন। কর্মে বাধা-বিপত্তি দেখা যেতে পারে। খরচ বাড়তে পারে।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
মানসিক চাপ বাড়বে। পরিবারের সাহায্য়ে জটিলতা কাটাতে পারবেন। বিনিয়োগের জন্য় দিন শুভ।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
কর্মক্ষেত্রে সাফল্য় মিলতে পারে। খরত বাড়বে। মোটের উপর দিন ভাল কাটবে।