Daily Horoscope, 18 March: মঙ্গল হোক বুধেও, জানুন আপনার রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে ?

By: Updated: March 18, 2020, 12:30:55 AM

নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল। চোখের সমস্যা হতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কারও বিশ্বাস ভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণের যোগ রয়েছে।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন।সকালের দিকে বাড়তি কিছু খরচ হতে পারে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার মনে সংশয়ের সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারেন। আজ আপনি মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। ব্যবসা বা কর্মক্ষেত্রে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয় করতে পারেবন।

আরও পড়ুন: চুলে রং করলেই রুক্ষ হয়ে যাচ্ছে? কী করবেন?

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার আশঙ্কা আছে।কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনি কোনও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন।

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

অনেক দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়া বিশেষ প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল।

আরও পড়ুন: দুনিয়ার সবচেয়ে নিঃসঙ্গ শহর এটাই, জানতেন?

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

অন্যের বুদ্ধিতে আজ আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। প্রেমের সম্পর্ক ভাল চললেও বিবাদের আশঙ্কা আছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে।চাকরির ব্যাপারে নতুন কিছু চেষ্টা করতে হবে।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে কেটে যাবে।আজ ব্যবসায় একটু সাবধান থাকা দরকার। আজ নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে পারবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব ভাল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরিবদের কিছু দান করুন।

আরও পড়ুন: করোনা আতঙ্কের জেরে দোকান থেকে নিমেষে ফুরোচ্ছে টয়লেট পেপার

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন। বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। বাড়ি সাজানোর জন্য খরচ হবে। অফিসে উন্নতির যোগ রয়েছে। প্রিয় জনের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবে কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি।

আরও পড়ুন হাঁটুর ব্যথা ভ্যানিশ হবে এই সহজ উপায়েই

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মধুর কথা বলবার জন্য সুনাম বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। ভাই বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে।

আরও পড়ুন: বাতাসে বাড়ছে দূষণ, হাঁপানি-সিওপিডি থেকে বাঁচতে কী করণীয়? জানুন ডাক্তারের পরামর্শ

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়বে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুপাখির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

নীতিগত দিক দিয়ে আজ উন্নতি হবে। অকারণ আজ কারও সঙ্গে তর্ক হতে পারে। বন্ধু বাড়তে পারে।স্ত্রীর জন্য অবসাদ বাড়তে পারে। হস্তশিল্পের জন্য নতুন কোনও প্রচেষ্টা। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে।

Get all the Latest Bengali News and Bengali Horoscope at Indian Express Bangla. You can also catch all the latest update on Bangla Rashifal by following us on Twitter and Facebook

Web Title:

Ajker rashifal antoday march 18 2020 aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com.
Advertisement

ট্রেন্ডিং
করোনা আপডেট
X