scorecardresearch

Daily horoscope, 20 April 2022: প্রেমে উন্নতি কর্কটের, অর্থলাভ তুলার! পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

Horoscope - monday 6 june
পড়ুন রাশিফল

মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 – April 20 )

হাসি দিয়েই সমস্যার সমাধান করুন। আর্থিক লেনদেন চলবে। যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করবেন। ধর্মীয় স্থানে আজ অনেক কিছু জানবেন। প্রেমের স্থান ভাল। সময়ের চাকা খুব দ্রুত চলবে, নিজেকে সেই সঙ্গে মানিয়ে নিন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 – May 21 )

পার্টনারের ব্যাপারে অযথা নাক গলাবেন না। নিজের দিকে ঠিক করে নজর দিন। অনেকেই আজকে আপনার ওপর নির্ভর করবে। দীর্ঘ রোগ থেকে মুক্তি পাবেন। পরিবারে নতুন কেউ আসবে, প্রতিযোগিতা থাকবে। বিবাহিত জীবনে অনেক সমস্যা আসবে।

মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 – June 21 )

জীবন ভালভাবে উপভোগ করতে হবে। নিজেকে অত্যধিক ব্যয় থেকে বিরত রাখুন। কোনও জিনিস ভাল ভাবে বুঝেই নিজের কথা বলুন। পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। প্রেমিকার মন্তব্যে আবেগতাড়িত হবেন না। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। নিজের লক্ষ্য ঠিক রাখুন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 – July 23 )

অফিসের কাজ শেষ করুন। যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। মানসিক শান্তি থাকবে। মানুষজন আপনাকে নতুন আশা দেবে। সন্ধায় বিসেশবকিচু ঘটবে। পরিশ্রম করলেই লাভ পাবেন। সময়ের সঙ্গে পাল্লা দিন, নিজেকে এগিয়ে নিয়ে যান। নিজস্ব উদ্যোগে প্রেমে লাভ পাবেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 – August 23 )

আজকের দিনে সামনের সারিতে যাওয়া প্রয়োজন নেই। সকলের মতামত শুনেই সিদ্ধান্ত নিন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ করতে হবে। টাকাকড়ি পরিশোধ হবে, আর্থিক উন্নতি। বন্ধুরা সহায়ক হবে। সুন্দর ভাব থাকবে। উদারতা দেখাবেন না। কথা বলে নিজেকে সমস্যায় ফেলবেন না।

কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 – September 23 )

আপনার শক্তি সঞ্চয় করতে হবে। আর্থিক লেনদেন সতর্কতার সঙ্গে করুন। বাড়ির কাজ ক্লান্তিকর এবং মানসিক দুশ্চিন্তা সরান। প্রেমের কোনও আশা নেই। লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান। একা থাকবেন না, সময় বের করেই কাজ করুন।

তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 – Oct 23)

স্বাস্থ্য ভাল থাকবে। অন্যকে বিশ্বাস করবেন না। নির্দিষ্ট সময়েই ভাল কিছু আসবে। আর্থিকভাবে উপকৃত হবেন। ব্যবসায় ভাল লাভ। পরিজনের মধ্যে সমস্যা থাকবে। একাকিত্ব কাটিয়ে উঠুন। প্রতিযোগিতা থাকবে তাই অলসতা দুর করুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 – Nov 22 )

গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কারওর অবহেলায় কষ্ট পাবেন না। অর্থ ব্যবস্থায় সাহায্য নেয়া দরকার। ব্যয়ের কারণে মুশকিলে পড়বেন। ঘরের পরিবেশে অনেক কিছু পরিবর্তন করা দরকার। শিক্ষায় মূল্যবান সময় নষ্ট করবেন না।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 – Dec 22 )

সমস্যা নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। কোনও কাজ নিয়েই অতিরঞ্জিত করা ঠিক নয়। আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। অস্থাবর সম্পত্তি আজই চুরি হতে পারে। নিজের যত্ন নিন। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবেন না। হৃদ্যতা বজায় রাখুন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববোধ রাখতে হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 – Jan 20 )

স্বাস্থ্যের দিকে ভাল দিন। আপনার মনের উচ্ছল অবস্থা থাকবে। নিজেকে প্রত্যয়ী করে তুলুন। যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। পরিবারের সদস্যের সঙ্গে ভাল সময় কাটান। মনকে অশান্ত হতে দেবেন না। প্রিয়জনকে বোঝার চেষ্টা করুন। সুযোগ বুঝেই ব্যয় করুন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 – Feb 19 )

শরীরের দিকে নজর দিন। জমিজমা থেকে বিনিয়োগ। নিজের যত্ন নিন। অন্যের মনে ছাপ ফেলতে হবে। বিষন্ন জীবনে নতুন অনেক কিছু করতে হবে। নিজেকে সৃষ্টিশীল স্তরে নিয়ে যান। কারওর জীবনে ক্লান্তি আসবে, চাপ থাকবে।

মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 – Mar 20 )

প্রফুল্ল স্বভাব থাকবে। জমিজমা সংক্রান্ত বিনিয়োগে লাভ পাবেন। নিজের জীবনে পরিবর্তন আনুন। অনিশ্চিত ব্যক্তিত্ব থাকবে। অন্যের ওপর নির্ভর করবেন না। নিজের উদ্যোগেই সবকিছু সাজিয়ে নিন। স্বস্তি পাওয়া নিশ্চিত।

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Bengali App.

Web Title: Ajker rashifal april 20 2022 aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces