বিবাহিত জীবনে অশান্তির সময়। ব্যবসার দিকে আজ একটু চাপ বাড়তে পারে। বদবুদ্ধির জন্য কোনও কাজ নষ্ট হতে পারে। শরীরে কোনও কষ্টের কারণে ব্যবসার দিকে সময় নষ্ট।অর্শ যন্ত্রণা বৃদ্ধি। কাজের দিকে কোনও নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে।
চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনও অশান্তি বাড়তে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে বাড়তি কোনও লাভ আসতে পারে। প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে।
বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলবার জন্য দুঃখবোধ বাড়তে পারে। লিভারের কোনও সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনও খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে।
প্রেমিকার সঙ্গে তর্কে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনামে কান দেবেন না।অশান্তি থেকে সাবধান থাকুন। অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা।
প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। চাকুরীর স্থানে কাজের চাপ বৃদ্ধি।ব্যবসার দিকে সুবুদ্ধির জন্য আয়। গঠনমূলক কোনও কাজে উন্নতির পথে বাধা। পত্নীর সঙ্গে বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে। কাজের দিকে শরীরে কষ্টের কারণে অনীহা আসতে পারে।
সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার ও মাতার শরীরে জন্য খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে কোনও সুবিধা হবার সম্ভাবনা। শরীরে রোগের কারণে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময়। ব্যবসার দিকে কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার।
বাহিরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ভাল ব্যবসার সুযোগ কাজে লাগান। আজ মনের মত আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সাধুসেবার জন্য মনের শান্তি বাড়তে পারে।স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট।
ব্যবসার দিকে আয় বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে তাতে চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ত হবার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি।
কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধি। আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করতে পারে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।
শত্রুর জন্য ভয়। চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা। বন্ধু বিবাদ। গুরুজনদের ব্যবহারে মানসিক ক্লেশ। পুরনো পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে।
বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা।দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। আজ ব্যবসার দিকটি শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে।
আজ সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। সম্পত্তি বিক্রয়ের আগে মা, বাবা অথবা বাড়ির গুরুজনদের পরামর্শ নেওয়া একান্ত কর্তব্য। কর্মপ্রার্থীদের ব্যক্তিগত প্রশিক্ষণে নতুন কর্মলাভের আশা লক্ষ্য করা যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন