Ajker Rashifal Bengali, 10 February 2023: প্রেমে কলহ বিরাট ভোগাবে এই রাশিদের!

শনিদেবের কৃপায় কপাল খোলতাই হবে কাদের?

saturday horoscope, 14th jan horoscope, 2023 january horoscope
জানুন শনিবারের রাশিফল

মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 – April 20 )

শরীর ভাল থাকবে। প্রতিবেশীকে ঋণ দেবেন না। সকলকে বিশ্বাস করবেন না। নিজের মত করে কাজ করুন। মন ভাঙার সুযোগ রয়েছে। শিশুদের সঙ্গে সময় কাটান। দরকারি মুহূর্তে অভাব থাকবে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 – May 21 )

বিবাহিত জীবনে ব্যক্তিগত ভাব অবশ্যই দরকার। হতাশা রাখবেন না।  সময় হলে সব হবে। পরিকল্পনা সম্পর্কে সকলকে জানাবেন না। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত। সিদ্ধান্ত গ্রহণে দেরি করলে চলবে না।

মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 – June 21 )

 জিনিসপত্র সামলে রাখুন। সবক্ষেত্রে গুরুতর কারণ খুঁজবেন না। তবে বিবাহ বিচ্ছেদের দিকে এগোতে পারে। পার্টনারের সঙ্গে সময় কাটানোর ঘোরতর সুযোগ। মেজাজ চমকপ্রদ থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় বের করুন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 – July 23 )

আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার প্রশংসা করবে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 – August 23 )

অনেকের সমালোচনার শিকার আপনি। নিজেকে ধরে রাখুন। কর্মক্ষেত্রে অসুবিধা থাকবে। ব্যবসায়ীরা বুঝে শুনে অর্থ বিনিয়োগ করুন। বিচক্ষণ থাকুন। পার্টনারের সঙ্গে সময় কাটানোর ঘোরতর সুযোগ। মেজাজ চমকপ্রদ থাকবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 – September 23 )

আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে হবে। সতর্ক থাকুন। কিছু মানুষকে অবহেলা করলে পরে নিজে মুশকিলে পড়বেন। স্বাস্থ্য ভাল থাকবে। বড় সমস্যা থেকে রেহাই পাবেন।

তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 – Oct 23)

আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে হবে। নানা অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক বাঁক আসবে। আজ অনেককিছুই প্রত্যাশিত ফলাফল পাবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 – Nov 22 )

নিজের মূল্যবান সময় ব্যয় করবেন না। চমকের খবর পাবেন। মানসিক শান্তি থাকবে। বন্ধুরা সহায়ক হবে। আজকে অনেক আকর্ষণীয় বোধ করবেন। বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 – Dec 22 )

লাভজনক সময়। অর্থের আগমন ঘটতে পারে। বন্ধুদের থেকে লাভ পাবেন। চুটিয়ে প্রেম করতে পারবেন। অবহেলা করবেন না। দুর্বলতা কাটিয়ে উঠুন। কেউ না চাইলেও সত্যি কথা বলতেই হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 – Jan 20 )

শান্ত থাকার চেষ্টা করুন। অন্যান্য উৎস থেকে লাভ হবে। বাবা মা আপনাকে অনেক সাহায্য করবে। ব্যক্তির সঙ্গে আলাপ হবে যার কারণে আপনার চিন্তায় উন্নতি হবে। আর্থিক বিষয় নিয়ে আলোচনা করুন অন্যদের সঙ্গে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 – Feb 19 )

অজানা কারণে-কোন সমস্যা দেখা দেবে। মানুষকে বুঝে তারপরেই কাজ করুণ। প্রেমের ডীকে সাবধান। নাছোড়বান্দা ব্যথায় ভুগবেন। একা সিদ্ধান্ত নিতে যাবেন না। চ্যালেঞ্জ গুলি মোকাবিলা করতে শিখুন। নতুন ভাবে অনেক কিছু জানবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 – Mar 20 )

প্রেমের সম্পর্কে নয়া মোড়। নতুন রাস্তা আপনাকে নিজেকে লিখতে হবে। নতুন উদ্যোগ ভাল প্রমাণিত হবে। সঞ্চয় করা কঠিন হবে। অন্যের সঙ্গে খারাপভাবে ব্যবহার করবেন না। নিকট সহযোগিতায় কাজ করুন।

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Bengali App.

Web Title: Ajker rashifal bengali 11 february 2023

Next Story
Ajker Rashifal Bengali, 10 February 2023: বাইরের কার্যকলাপ বিপদ ডেকে আনবে এই রাশিদের! পড়ুন রাশিফল
Exit mobile version