মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )
পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাতে পারেন। দীর্ঘ প্ল্যান থাকলে সেটিকে সম্পন্ন করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। প্রেমে মেজাজ ভাল থাকবে। আপনার অনুপস্থিতিতে কোনও কিছু বাঁধা হবে না। অজানা সমস্যায় দিন কাটবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )
মেজাজ ভাল রাখুন। যদিও বা সম্ভব হয় আজকে একটি দূরে ভ্রমণ করতে পারেন। মুশকিলে পড়লে পরামর্শ নিন। এমন কথা বলবেন না যাতে ঝামেলায় পড়েন। কথাবার্তা বলার ব্যাপারে সাবধান। অনেক সময় লাগতে পারে তাই একটু ধৈর্য ধরুন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )
সহজে ভেঙে পড়লে চলবে না। সবকিছুতেই খারাপ ভাবার কারণ নেই। একলা এগিয়ে চলুন। আপনার সঙ্গে অনেকে আছেন। আজকে আঘাত পেতে পারেন। প্রতারণার শিকার হবেন। যদি ইচ্ছে না করে তবে সেই কাজ করবেন না।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )
নিজের ভদ্র আচরণ রাখুন। আজকেই কাউকে সামনে আনার সময় নয়। চোখ কান খোলা রাখুন। সূত্র কে ধরে রাখুন। আজকে অনেকের থেকে রহস্য ফাঁস হবে। নিজের ক্ষেত্রে আলাদা মনোভাব বজায় রাখতে হবে।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )
অন্যদের ঘাড়ে দোষ দেবেন না। বাবার থেকে পরামর্শ নিতে পারেন। কাজের প্রতি দায়বদ্ধতা দরকার। আগে পরিস্থিতি বুঝুন। কাজের প্রসঙ্গে এখনও ধৈর্য ধরতে হবে। খারাপের সঙ্গে আপস করবেন না। স্বাভাবিক আচরণ করা খুব দরকার।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )
অন্যের থেকে উধার নিতে পারেন। সবকিছু আলোচনা করার বস্তু নয়। শরীর ভাল রাখুন। কী কাজ করলে ভাল হবে সেটি ভেবে নিন। আপনার অনেক সাপোর্ট তাই ভেবে চিন্তে এগিয়ে যান। সত্যতা যাচাই করুন। সব জায়গায় বিনিয়োগ করবেন না।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)
জীবনের ব্যাপারে উদারতা রাখুন। দৈনন্দিন জীবনে এক রসদ দরকারি, সেটিকে বোঝার চেষ্টা করুন। আর্থিক বোঝা থাকবে। কিন্তু স্বেচ্ছায় খরচ থেকে দূরে থাকুন। প্রেমে সৌভাগ্য থাকবে। দীর্ঘ প্রতীক্ষিত সমস্যা থেকে রেহাই পাবেন। সময়ের সঠিক ব্যাবহার করুন। মেজাজ খারাপ থাকবে। আজকে পার্টনারের সঙ্গে ভাল ব্যবহার করবেন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )
আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এমন কিছু করবেন না যাতে আপনার সমস্যা হয়। মন ভাল রাখুন। মান সম্মান বজায় রাখতে হবে। হঠাৎ উপহার পাবেন। কথা বলুন, সমস্যা দূর হবে। অন্যের কথা কানে নিন, শিখতে পারেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )
নিজেকে মোটিভেটেড রাখা ভাল। অনেক জরুরি কাজ আসবে। সেগুলিকে সম্পন্ন করুন। পাহাড়সমান কাজ ফেলে রাখবেন না। সময়ের সঙ্গে চলুন। দলবলের সঙ্গে কাজ করুন। আপনিও জানেন না কী ঘটতে পারে। একা সিদ্ধান্ত নেবেন না।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )
ব্যস্ত থাকবেন, এবং অবশ্যই নিজের কাজ শেষ করুন। যেকোনও কাজ করার আগে নিজেকে ফোকাস রাখুন। আবেগ থাকবে তবে খুব সাবধানে। হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই পরিস্থিতির লাগাম টানুন। ছোট জিনিস থেকে বড় কিছু হতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )
আপনার আজ অনেক দায়িত্ব। আজকে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। অর্থ সাশ্রয় করতে হবে। আজকে অনেক প্রশংসা পাবেন। পার্টনারের সঙ্গে বাইরে বেরিয়ে অনেক খুশি হবেন। অফিসে কাজ করার মন হবে না। দ্বিধা থাকবে তবে মন সায় দিয়েই এগিয়ে যান।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )
শারীরিক শক্তি আজকে বজায় থাকবে। নিজেকে আরও বেশি সক্রিয় করে তুলুন। এমন কিছু করবে না যাতে আর্থিক অসুবিধে বাড়তে থাকে। আকস্মিক পরিবর্তনে হতাশ হবেন। জমি সংক্রান্ত সুবিধে গুলি ভোগ করবেন। যথাযথ ঝামেলা না থাকলে আজকে কাজ হবে না, অভিযোগ করবেন না এগিয়ে যান।