অধিনস্ত কোনো কর্মচারীর সাথে আজ ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল থাকবে। অনৈতিক কোনো সম্পর্কের কারনে দূর্ণাম বদনাম পর্যন্ত ছড়াতে পারে। আজ মানসিক অস্থিরতা ভোগ করার আশঙ্কা প্রবল। অফিশিয়াল কাজে কর্মে আগ্রহ অত্যন্ত কমে যাবে। বিদ্যার্থীদের পরীক্ষার প্রস্তুতি আজ সফল হবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের নতুন কাজের যোগ রয়েছে। আজ শিল্পী ও কলাকুশলীদের দূরের যাত্রার যোগ প্রবল আছে।
কর্মস্থলে কোনো উচ্চপদস্ত কর্মকর্তার সাথে মতানৈক্য দেখা দেয়ার সম্ভাবনা। বেসরকারী চাকরীজীবীদের সাথে রহস্যজনকভাবে ঝামেলা দেখা দেবে। নিজের পরিকল্পণা মতো কাজে অত্যন্ত সাফল্য আসবে, রহস্যজনক কারনে সমস্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং কোনো ট্যাকনিক্যাল বিষয়ে বিশেষ সাফল্য পাবেন। ধর্মীয় কাজে মেডিটেশন বা সাধনায় আজ সাফল্য আসবে।
অতিরিক্ত উদারতা আজ আওনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহ নির্মাণের আলোচনা আজ বন্ধ রাখুন।
সকালই পরিবারের সদস্যদের সাথে আপনার ভুল বোঝাবুঝি হবার আশঙ্কা। কোমর ব্যাথার রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন। কোনো আত্মীয় বা বন্ধুর অসুস্থতা বা মৃত্যু সংবাদ আস্তে পারে। বিশেষ কোনো কাজে কর্মে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। মানসিক ভাবে অস্থির হয়ে থাকতে পারেন।
বেসরকারী চাকরীজীবীদের সাথে রহস্যজনকভাবে ঝামেলা দেখা দেবে। নিজের পরিকল্পণা মতো কাজে অত্যন্ত সাফল্য আসবে, রহস্যজনক কারনে সমস্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং কোনো ট্যাকনিক্যাল বিষয়ে বিশেষ সাফল্য পাবেন। ধর্মীয় কাজে মেডিটেশন বা সাধনায় আজ সাফল্য আসবে।
সর্বক্ষেত্রেই আজ আপনাদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন থাকছে।আপনার পিতার সাথে সাংসারিক বিষয় নিয়ে কিছুটা হলেও মনমালিন্যর আশঙ্কা থাকছে।পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পত্তির ব্যাপারে কোনও আলোচনা।গাড়ি বিক্রির জন্য আজ খুব ভাল যোগাযোগ আসতে পারে। আজ কাজে বিপদের ঝুঁকি রয়েছে। মাথায় কোনও চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা।
ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের উপরি একটু আয়ের সুযোগ আসতে পারে সেটি নিয়ে নিন। ফ্রেডফরোয়াডির্ং ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ আছে। প্রেমের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে আজ। কাজের পরিবেশে আজ সাময়িকভাবে কিছু অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও সেটি আজ কাটিয়ে উঠতে পারবেন ।
প্রত্যাশিত কোনো একটি কাজে আজ অগ্রগতি লাভ করবেন। বিকেলের দিকে ব্যবসায়ীকভাবে খুবই লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বকেয়া কোনো কাজের বিল আদায়ের যোগ প্রবল। বড় ভাই ও বন্ধুর সাহায্যে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সফল হবেন। আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।
খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ রয়েছে তাই চেষ্টা করুন। কোনো পরিচিতজনকে আর্থিক ভাবে সাহায্য করতে পারেন। মুদি মনোহারী ব্যবসায় ভালো রকম আয় রোজগার হতে পারে।সকালের দিকে আপনার কর্মস্থলে সাফল্য লাভের যোগ আছে।
আপনার সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবার সম্ভাবনা আছে। আপনার প্রতিবেশীর সাথে অকারণেই তর্ক বিবাদ হতে পারে। আজ মুদ্রণ ও পোশাক ব্যবসায়ীদের দিনটি খুবই ভালো কাটবে। প্রত্যাশিত বৈদেশিক কাজ কর্মে আশানুরুপ সাফল্য লাভের যোগ প্রবল। আজ যানবাহন সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। তাই আপনার যানবাহন নিয়ে সতর্ক থাকুন।
ছোট ভাই বোনের সাথে আপনার কোনো বিষয়ে ঝগড়া দেখা দেবে। সাংবাদিক ও সাহিত্যিকরা আজ কাজে কর্মে একটু সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেয়ে আনন্দ। ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। সংসার বা ব্যবসায় আজ আপনি বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাবেন।পারিবারিক বিষয়ে কোনো আত্মীয়র সাথে ছোট খাটো ঝগড়া বিবাদ হতে পারে। সাংসারিক কারণে মায়ের সাথে আপনার জীবন সঙ্গীর তর্ক বিতর্ক দেখা দেবে।
গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর জন্য নিজের কাজে সময় কম পাবেন। নতুন কিছু বাড়িতে কেনার আলোচনা হতে পারে। নাকে ব্যথা নিয়ে চিন্তা। আজ নিজের কোনও ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন।