মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )
আপনার আশা আজকে কাজ করবে না। জীবন ফুলের মত পরিস্ফুট হবে। আর্থিক লেনদেন চলবে। আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। পার্টনারের সঙ্গে ভাল সময় থাকবে। চমকপ্রদ মেজাজ থাকবে। মাঝে মাঝে রেগে যাবেন। দীর্ঘ সময় ধরে কাজ করছেন যারা আজকে একটু সতর্ক থাকুন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )
চাপ উপেক্ষা করে এগিয়ে যান। এমন কোনও পদ্দক্ষেপ নেবেন না যাতে পচতাতে হয়। আর্থিক ক্ষতি হবে। নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। জীবনের সৌন্দর্য বজায় থাকবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপ হবে ভালই থাকবেন। অনেকের মূল্যবান উপদেশ মেনে নিতে পারেন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )
মানসিক শান্তি থাকবে। আজ অনেক জিনিসে প্রচুর ব্যয় হবে। অন্যকে চাপ দিতে পারেন। আর্থিক দিক সামলাতে হবে। প্রেম জীবন শক্ত হবে। দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে যান। আজকে হাসিখুশি থাকলেই লাভ হবে। সবকিছু আপনার ইচ্ছে অনুসারে এগবে। ঘটনার কারণে বিরক্ত বোধ করবেন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )
অনেক জ্ঞান আহরণ করতে পারেন। সুযোগের সদ ব্যবহার করুন। এমন কিছু করবেননা যাতে পিছিয়ে পড়তে হয়। ঝামেলা হতে পারে। ব্যস্ত সময় থাকবে তবে মন ভাল রেখে কাজ করুন। প্রেম থেকে দূরে থাকুন। মন ভাল থাকলেই হল না নিজেকে এগিয়ে রাখুন।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )
কাজ থেকে তাড়াতাড়ি বেরনোর চেষ্টা করুন। আজকে আর্থিক লাভের সম্ভাবনা। বেশ কিছু পরিকল্পনা করতে হবে। নতুন কিছু বাস্তবায়ন করেন। ভবিষ্যতের জন্য ভাল কাজ করুন। আপনি আজকে অনেক সত্যি জানতে পারবেন। আপনার অগ্রগতি স্পষ্ট। নিজেকে অনেক কাজে নিয়োজিত করুন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )
অন্যদের ঘাড়ে দোষ দেবেন না। বাবার থেকে পরামর্শ নিতে পারেন। কাজের প্রতি দায়বদ্ধতা দরকার। আগে পরিস্থিতি বুঝুন। কাজের প্রসঙ্গে এখনও ধৈর্য ধরতে হবে। খারাপের সঙ্গে আপস করবেন না। স্বাভাবিক আচরণ করা খুব দরকার।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)
ইতিবাচক কর্মে শুভ পাবেন। বিবেচক হিসেবে বিনিয়োগ করেন। অতিরিক্ত সময়ে ভাল করুন। ঘটনা নিজের মত করে এগিয়ে নিয়ে যান। সমস্ত ঘটনার কাজ একইরকম না। ব্যবসায় সবাইকে জড়াবেন না। মূল্যবান সময়ে খারাপ হবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )
অনেক খাতির বজায় থাকবে। আজকে বিনিয়োগ করে অনেক লাভ পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকবে। আজকে একলা না এগোনই ভাল। দিনটি সফল কাটবে। ভুল পরামর্শের কারণে অনেক ঝামেলায় পড়বেন। তাড়াতাড়ি কাজ থেকে ছুটি নেওয়ার চেষ্টা করুন। নতুন কাজে পরিকল্পনা করতে পারেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )
মানসিকভাবে অনেক শক্ত থাকবেন। নিজেকে মন থেকে অনেক এগিয়ে রাখতে হবে। আজকে ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তা লাভ করবেন। সামাজিক অনুষ্ঠান থেকে অনেক কিছু লাভ করবেন। কঠোর পরিশ্রম করতেই হবে। চারপাশে কী ঘটছে সেই সম্পর্কে জানতে পারেন। পরিশ্রম এবং ধৈর্য্যের সঙ্গে নিজের কাজ শেষ করুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )
চারপাশে মানুষকে আজকে সমর্থন করুন। বাইরে গিয়ে ঘুরে আসুন। আজকে সুখে দিন কাটান। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। নিজের অবস্থান বোঝাতে অনেক কিছু করতে হবে। আপাতদৃষ্টিতে কঠিন বিষয় মেনে নিয়েই এগোতে হবে। অনেক নতুন কাজ সম্পাদিত হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )
শক্তি থাকবে। অর্ধেক সময়েই কাজ করে ফেলবেন। অর্থের গুরুত্ব ভাল ভাবেই জানেন। আজ অনেক কিছু অর্জন করবেন যেগুলি পরে কাজে লাগবে। কাছের মানুষের সঙ্গে কাজ ভাগ করে নিন। সময় মেনেই নিজেকে এগিয়ে দিতে হবে। পার্টনারের সঙ্গে চমৎকার কিছু ঘটবে।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )
স্বাস্থ্য বিষয়ে নজর দিন। আর্থিক সুবিধা পাবেন। নিজের উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার জন্যেই অনেকে সুখ পাবেন। কর্মক্ষেত্রে চাপ থাকবে তাই আজকে বাড়ি থেকে ঝামেলা সৃষ্টি হবে। ব্যবসায়ে নজর রাখা প্রয়োজন। নিজের আশেপাশেও নজর দিন।