Ajker Rashifal Bengali, 12 February, 2025: বুধবার, কেমন থাকবে সকলের ভাগ্য? নিজের ওপর বিশ্বাস রাখুন এই রাশিরা। ঘরের পরিবেশ পাল্টাবে এদের? কাদের সঙ্গে কৃতজ্ঞতা থাকবে আজ? পড়ুন।
মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )
মানসিক শান্তি রাখুন। প্রচুর দ্বন্দ্ব থাকলেও ভাল কাটবে সময়। নিজের থেকে কিছু মানুষকে দূরে রাখলেই ভাল। ব্যবসায়িক অংশিদারিত্ব আজকে ভাল দিকে এগোবে। নিজের প্রতি যত্নশীল হবেন। মজা থাকবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )
শক্তি আজকে সঙ্গ দেবে না। নিজের মনের ওপরে যাবে না। উপকার বুঝে শুনে করুন। উত্তেজনাপূর্ণ মুহূর্ত থাকবে। ভ্রমণের পক্ষে ভাল দিন। ব্যবসায় লাভ। পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। সুখ সমৃদ্ধি থাকবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )
প্রেমের জন্য দিন জটিল। সুখবর আসতে পারে। অনেকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে তবে সাবধান। কর্মক্ষেত্রে অনেক কিছু পেতে পারেন। দরকারি পরামর্শ নিন, কাজের দিকে নজর দিন। অনেকের সহানুভূতি পাবেন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )
নিজের জন্য সময় থাকবে। লগ্নির দিকে ধ্যান দিন। ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। অফিসের কাজে অনেককে নিযুক্ত হতে হবে। শক্তি সঞ্চয় করতে হবে। প্রেমঘটিত সাক্ষাতে বিপদে পড়বেন। সময় খারাপ হবে।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )
অজানা কারণে কাউকে দোষী সাব্যস্ত করবেন না। নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন। দীর্ঘ সঙ্কট থেকে বেরিয়ে আসবেন। ঘরের বোঝাপড়া আজ বুঝে নিতে হবে। নিজের ক্ষতি করবেন না। মূল্যবান সময় নষ্ট করবেন না।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )
জিনিস সঠিকভাবে সামলান। স্ত্রীর মেজাজ খারাপ হবে। কিছু মানুষের কারণে বিরক্ত হবেন। সক্রিয় থাকবেন। মনের এসবের দূরে রাখুন। যারা এখনও আর্থিক সমস্যায় ভুগছেন তাদের সমাধান হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)
আশা করবেন না। হৃদয় দিয়ে ভাবনা বন্ধ করুন। কর্মক্ষেত্রে একটু সজাগ থাকা ভাল। মূল্যবান সময় নষ্ট করবেন না। বিশেষ ব্যাক্তিত্বের সঙ্গে আলাপ আজ অনেক ভাল ফল দেবে। ঘরের পরিবেশের পরিবর্তন হবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )
নিজের জন্য সময় পাবেন। বিনোদনের খাতিরে খরচ করবেন। সম্পর্কগুলোকে উন্নত করুন। অত্যধিক খরচে লাগাম দিন। নিজের পছন্দের কাজ করুন। স্ত্রীর অভদ্র আচরণ থেকে নিজেকে বাঁচান। আজকে অনেকেই আপনার প্রতি কৃতজ্ঞ হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )
ধৈর্য রাখুন তবেই লক্ষ্যে পৌঁছাবেন। নতুন উদ্ভাবনী চিন্তা বজায় রাখা দরকার। প্রেমের ছলনার থেকে দূরে থাকুন। স্বাস্থ্য বিকশিত হবে। সতর্কতা অবলম্বন করুন। আবশ্যক কিছু অবহেলা করলে ঝামেলায় পড়বেন।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )
স্বাস্থ্যের খেয়াল রাখুন। দিনের শুরুতে মেজাজ ভাল রাখুন। নিজেকে নিয়ে অসাধারণ কিছু অনুভব করবেন। প্রতিদিন কিছু নতুন শিখতে পারবেন। প্রেমের জন্য আজকের দিন জটিল। কঠোর পরিশ্রম করতে হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )
বাড়তি উদ্দীপনা থাকবে। আর্থিক নিরাপত্তা থাকবে। মানসিক শান্তি থাকবে। সম্ভাবনা আছে নতুন কিছু শুরু করার। স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগবেন। সিদ্ধান্ত এড়িয়ে চলুন। অন্যদের ওপর আপনার প্রভাব পড়বে। সম্পর্কে তীব্রতা আসতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )
বাসস্থান সংক্রান্ত বিনিয়োগে লাভ পাবেন। প্রেমে মন আচ্ছন্ন থাকবে। বিবাহিত জীবনের দিকে নজর দিন। একা বোধ করবেন, পরিবারের সাহায্য নিন। হতাশা থেকে আজ জেগে উঠবেন। ক্লান্তি থাকবে তবে লাভজনক দিন।