মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
কোনো কাজের জন্য দূরে যেতে হতে পারে। কর্মস্থলে বসদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দিনের শেষে প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা হিসাব করে বলবেন। যাঁরা বিলাসদ্রব্যের ব্যবসায় সম্পৃক্ত তাঁরা আরো বেশি লাভ করতে পারেন। প্রিয়জনের সম্পর্ক একটু পানসে হতে পারে। কিছু সময় পর ঠিক হয়ে যাবে।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
বিদেশে কেউ থাকলে ভালো সংবাদ পেতে পারেন।আজ কোনো কাছের বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এঁদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সিংহ আপনার জন্য সুন্দর দিন, প্রেম ও রোমাঞ্চের ক্ষেত্রে অতি শুভ।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
আজ পারিবারিক কোনো ঘটনায় আপনাকে আনন্দ দিতে পারে। প্রেম ও রোমাঞ্চে একটুখানি আশার আলো দেখতে পাবেন। রোমান্টিক ভাবনায় নিজেকে মগ্ন রাখবেন। বেকার যাঁরা চাকরির চেষ্টা করতে পারেন।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
শুভ কামনা করি।আপনার আজ অর্থনৈতিক অবস্থা বেশ ভালো যাবে। বাড়িতে কোনো আত্মীয়র আগমন হতে পারে। ভালো থাকুন। আপনার পাওনা টাকা আদায়ের আজ উজ্জ্বল সম্ভাবনা দেখা যায়। এ সুযোগ কাজে লাগাবেন। পারিবারিক কোনো ঝামেলা থাকলে তা আজ কেটে যাবে।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
রোমাঞ্চ শুভ। আজ আপনার পরিবার পরিমণ্ডলে আনন্দ বিরাজ করতে পারে। বড়দের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। আর্থিক দিক মোটামুটি যাবে। রাগ একটু বেড়ে যেতে পারে। তর্কে জড়াবেন না।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
আপনি আজ ভালো থাকবেন। তাহলেই ভালো থাকবেন কেমন। রোমাঞ্চ শুভ। প্রেমে সফলতা। সব মিলিয়ে দিনটি ফুলে ফুলে মনোরম পরিবেশ থাকবে। সুস্থ থাকুন।শত্রুকে পরাজিত করার জন্য আজ আপনার জন্য শুভ।
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
আপনার আজ বিশেষভাবে যে কাজের সাফল্য আশা করছিলেন তা ফলপ্রসূ হতে পারে। কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আপনার সান্নিধ্যে আসতে পারে। ছাত্র-ছাত্রীর জন্য দিনটি ভালো যাবে। প্রেম ও যাত্রা শুভ।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
আপনার একটি ভালো কাজের অফার আসতে পারে দিনের শেষে। প্রিয় মকর, এ অফার সঙ্গে সঙ্গে গ্রহণ করার চেষ্টা করুন। দেরি করলে অফারটি চলে যাবে। তখন আমার লেখা মনে করবেন। আপনি ভালো থাকুন। শুভ কামনা করি।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
আজ অর্থ বেশ উপার্জন হওয়ার যোগ আছে এবং পরিবারের কাছ থেকে একটু সুসংবাদ পেতে পারেন। প্রেমের পালে বাতাস লাগবে। সৃজনশীল কোনো কাজে সফল হতে পারেন। রাজনীতিবিদদের জনপ্রিয়তা বাড়তে পারে। তাই পদক্ষেপ নিতে পারেন।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
লেখাপড়ায় কিছুটা অন্যমনস্কতা দেখা দিতে পারে। ব্যবসায়ী অথবা চাকরিজীবী আপনি যা-ই হোন না কেন, কর্মক্ষেত্র নিঃসন্দেহে ভালো যাবে। যাত্রা শুভ।একটা কথা মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
আজ আপনার কর্মস্থলে সুসংবাদ পেতে পারেন এবং অর্থ উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে মন মানিয়ে চলার চেষ্টা করবেন। ছাত্র-ছাত্রীর জন্য দিনটি শুভ। যাত্রা শুভ। ভালো থাকুন।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
আজ আপনার একটু রাগ বাড়তে পারে। যখন রাগ হবেন, তখন আমার লেখা মনে করবেন। দিনের শেষে কিছু টাকা হাতে আসতে পারে। কেনাকাটা শুভ। আজ আপনার কাছে একটি সুসংবাদ আসতে পারে।