Ajker Rashifal Bengali, 20 January, 2025: সোমবার। কারা কারা আজ নিজের ভাল করতে পারবেন? অকারণে, কাউকে দোষ দেবেন না। অধিকার বোধ ফলানোর আগে সাবধান! পড়ুন আজকের রাশিফল।
মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )
পার্টনারের তরফ থেকে হতাশা বোধ করতে পারেন। জটিল পরিস্থিতি থাকলেও অযথা ভয় পাবেন না। মন ভাল থাকবে। বাবা মায়ের সঙ্গে যেকোনও বিষয়ে কথা বলুন। বৈবাহিক জীবনে উন্নতি। অনুভূতি সকলের সঙ্গে শেয়ার করুন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )
পারিবারিক বিতর্কের সম্ভাবনা রয়েছে। পুরস্কার না পেলে হতাশাগ্রস্থ হবেন না। নিজের উপস্থিতি ভাল রাখুন। পার্টনারের বিশ্বাসযোগ্য কাজ করুন। নতুন উদ্যোগ পিছিয়ে দিন, ফাঁকা সময়ে ভাল কাজ করুন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )
কথা বলুন, মতামত দিন। সবার সঙ্গে অযথা ঝগড়ুট স্বভাব বন্ধ করুন। সহকর্মীদের থেকে সজাগ থাকুন। যত্নবান হতে হবে। নিজের আবেগ আয়ত্বে রাখুন। কিছু গুরুত্বপূর্ণ কাজ বজায় থাকবে, তবে বেশি সংবেদনশীল হবেন না।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )
নিজেকে নিয়ন্ত্রনে রাখুন। সময়ের সঙ্গে তালমিলিয়ে চলুন, পার্টনারকে বিশ্বাস করুন। মন থেকে সমস্যা দূরে করুন। সকলের মাঝে অবস্থান উন্নত করুন। ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নিন, নিজেকে পিছিয়ে রাখবেন না।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )
নিজের উত্তম চিন্তাভাবনা হারাতে দেবেন না। নির্দিষ্ট কিছু বিবাদ থেকে দূরে থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত অশান্তি থাকবেই। নিজের সাফল্য বজায় রাখুন। কর্মস্থানে ব্যস্ত থাকবেন। অন্যদের সঙ্গে আলোচনা করতেই হবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )
নিজের বুদ্ধিকে কাজে লাগান। জীবন নিজের উদ্যোগে চলতে দিন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। জটিলতা থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক দিকে যেতে পারেন। হাসতে থাকুন, সম্পত্তি সংক্রান্ত সবকিছুই নিবারণ হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)
অযথা ঝামেলায় না জড়ানোই ভাল, সকলের সঙ্গেই সমীহ করে কথা বলুন। বন্ধুর সহযোগিতা পাবেন, ঘৃণার পাত্র হবেন না। আজ অনেক আদর্শ কাজ করবেন। সবকিছু আপনার ইচ্ছে মাফিক চলে না।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )
আপনি না মনে করলেও অনেক কিছু হতে পারে। মতভেদ থাকবে কিন্তু মোকাবিলা করতেই হবে। আপনি অস্বস্তি বোধ করবেন। অনেকেই আপনাকে উত্যক্ত করবে। পরিবারের কারণে আজকে ভাল থাকবেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )
শিশুদের সঙ্গে কাটাতে পারেন। নিজেকে নতুন করে আবিষ্কার করুন। উৎফুল্ল থাকুন, একলা কোনও কাজ করবেন না। পড়ে যাওয়ার ভয় রয়েছে। একটু ভেবে চিন্তেই বাইরে বেরন। কর্মক্ষেত্রে আজ সত্যিই অসাধারণ থাকবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )
বন্ধুদের থেকে ভাল ফল পাবেন। অনুভূতি প্রকাশ্যে আনুন, অনেকের থেকেই বিরক্ত বোধ করবেন। সহজে কাউকে বিশ্বাস না করাই ভাল। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, উদ্যোগ নিন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )
শেয়ার লগ্নির থেকে অনেক লাভ পাবেন। পুরনো কথা মনে করে লাভ নেই। নিজেকে কষ্ট পাওয়া কম করতে হবে। মানসিক ভাবে সুস্থ থাকুন। নৈতিক শিক্ষা বজায় রাখতে হবে। অতীতে যা অর্থ বিনিয়োগ করেছিলেন সেই থেকে ভাল ফল পাবেন।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )
নতুন করে দেখার সময় এখন। পার্টনারের কারণে মেজাজ খারাপ হতে পারে তাই শান্ত থাকুন। নিজের প্রতি যত্ন নিন। যদি নিজেকে আগলে রাখতে পারেন তবে, লড়াই করুন। সামনে কাউকে আঘাত না করলেই ভাল।