Daily Horoscope, 29 January 2022: শনিদেবের কৃপায় দিন ভাল যাবে কার? পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

author-image
IE Bangla Web Desk
New Update
saturday horoiscope 18 june

শনিবারের রাশিফল

মেষ/ Aries  রাশিফল Rashifal ( March 21 - April 20 )

Advertisment

আজকে ভ্রমণের পরিকল্পনা না করলেই পারেন। স্বাস্থ্য সংক্রান্ত ঝামেলা থাকবে। ক্লান্তি থাকবে। সুযোগ লাভজনক হতে পারে। বন্ধুদের সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাৎ ভাল ফল দেবে। একা সময় কাটান, ভাল হবে। নতুন কিছু ভাবতে পারেন, কাজে দেবে। 

বৃষ/ Taurus  রাশিফল Rashifal ( April 21 - May 21 )   

আমোদে দিন। সকলের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। আর্থিক অসুবিধা থাকবে। অসতর্ক হবেন না, তবে লোকসান হবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বলশালী হতে হবে, ছোট ঝামেলা থেকে এড়িয়ে যান। অনেককিছু শিখতে হবে তবেই ভাল। 

Advertisment

মিথুন/ Gemini  রাশিফল Rashifal ( May 22 - June 21 ) 

ইতিবাচক চিন্তা রাখুন। অনেকেই আজ আপনার প্রশংসা করবেন। প্রচেষ্টায় সফল হবেন। নতুন উদ্যোগ নিতে পারেন। অর্থ ফেরত পাবেন। আজকে বাচ্চাদের থেকে গর্বিত হবেন। প্রেমে আজকে নতুন মোড় আসবে। জীবন পরিস্ফুট হবে। ফাঁকা সময়ের ব্যবহার করুন। 

কর্কট/ Cancer রাশিফল Rashifal  ( June 22 - July 23 )

যেটি শ্রেষ্ঠ সেদিকে নজর দিন। সিদ্ধান্ত গ্রহণ সহজেই করতে হবে। বাঁচার জন্য তৈরি হন। আজকে উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। মিশুকে স্বভাব রাখতেই হবে। মেজাজ ভাল রাখুন। সঙ্গীকে জ্বালাতন করবেন না। আনন্দ এবং খুশি মনে রাখুন। 

সিংহ/ Leo রাশিফল  Rashifal  ( July 24 - August 23 )

দুর্দশায় থাকা ব্যক্তিকে সাহায্য করুন। আজকে শরীরের দিকে নজর রাখতে হবে। অন্যদের সঙ্গে নিজের কাজকে যুক্ত করুন। নিরাপদ স্থানে থাকুন, নয়তো মুশকিল। আত্মীয়ের সঙ্গে দেখা হলে আজকে ভাল কিছু হবে। সুন্দর ভালবাসা অনুভব করবেন। 

কন্যা/ Virgo রাশিফল Rashifal  ( August 24 - September 23 )

ক্ষনিকের আবেগ ঝামেলায় ফেলতে পারে। বাচ্চাদের দিকে খেয়াল রাখুন। ওদের শরীরের দিকে নজর দিন। যদি আপনার দলবলের মধ্যে আপনি ঘুরে বেড়ান তবে অনেক কিছু জানবেন। বিশেষ কারওর চোখে ধরা পড়ার দিন। আজকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কৌতূহল বাড়ান, অনেক কিছু জানতে পারবেন। 

তুলা/ Libra রাশিফল Rashifal  ( Sept 24 - Oct 23)

স্বাস্থ্য খারাপ থাকবে। কাজেই সেই বিষয়ে সতর্ক হন। বিবাহিতদের একটু সামলে থাকতে হবে। প্রচুর অর্থ ব্যয় হবে। দৈনিক কাজ থেকে বিরতি নিন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। প্রবণতা সামলান, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মানসিক চাপ কমাতে হবে। 

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal  ( Oct 24 - Nov 22 )

স্বাস্থ্য ভাল থাকবে। আজকে বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ পাবেন। পরিকল্পনার সুযোগ রয়েছে, কাজে লাগান। অন্যের সঙ্গে সময় কাটান ভাল। আজকে পার্টনারের থেকে ভাল সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ থাকুন। সময়ের অপচয় করবেন না। 

ধনু/ Sagitarious  রাশিফল Rashifal  ( Nov 23 - Dec 22 )

ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। শারীরিক সমস্যা বাড়বে।  বিরক্ত না হলেই ভাল। আজকে টাকা ব্যয় হবে। প্রেমে নতুন মোড়। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। আজ প্রত্যাশা থাকলে ভাল। 

মকর/ Capricorn  রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 ) 

নিজের যত্ন নিন। আজকে অর্থ বিনিয়োগ করবেন। পরিবারের প্রতি সময় দিন। অভিযোগ করার সুযোগ দেবেন না। দীর্ঘকালীন সাক্ষাৎ থেকে আজকে ফল ভাল হবে। ফাঁকা সময়ে আজকে অনেক কিছু শিখবেন। নিজেকে ভাল রাখুন।

কুম্ভ/ Aquarious  রাশিফল Rashifal ( Jan 21 - Feb  19 ) 

নিজে ভাল থাকলে সব ভাল থাকবে। আদর্শ দিন, নিজের দাম বাড়িয়ে তুলতে হবে। আবেগ নিয়ন্ত্রণে কষ্ট হবে। চারপাশের মানুষের প্রতি সদয় হন, অন্যকে জোর করবেন না। আজকে বিবাহিত জীবনে অনেক কিছু মিটমাট হবে। ক্লান্তি দুর করুন। 

মীন/ Pisces  রাশিফল  Rashifal ( Feb 20 - Mar 20 ) 

আজকে অন্যের কথায় কান দেবেন না। দীর্ঘমেয়াদি ভিত্তিতে লাভ পাবেন। অত্যধিক শক্তি এবং উদ্যম থাকবে। ফলাফল আপনার পক্ষেই আসবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পরীক্ষা করুন। প্রতি দিক বিবেচনা করতে হবে। কর্মক্ষেত্র আজ আপনার পক্ষে।