মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )
বর্তমান পরিস্থিতি সুখকর হলেও, বিরোধের আশঙ্কা রয়েছে। পুরনো কিছু ঘটনার উদ্ঘাটন হতে পারে। সামাজিক দক্ষতা এবং বুদ্ধি দেখানো প্রয়োজন।
বৃষ/Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )
আপস করলে অনেক কিছুই লাভ হতে পারে। তবে অন্যদের বিষয়ে না ভেবে, নিজের গুরুত্বের কথা ভাবাই ভাল। ভিন্ন মতামত দ্বারা প্ররোচিত হবেন না।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )
ছোটো বিষয়গুলির ক্ষেত্রে সফলতা আসবে। বন্ধুদের থেকে উপকৃত হবেন। নিজের সাধারণ জীবনে অন্যদের বুদ্ধিতে লাভ পেতে পারেন, তবে নিজের ভাবনাকেও কাজে লাগাবেন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )
ব্যস্ততার লক্ষণ একদম পরিস্ফুট। তবে বন্ধুদের সঙ্গে নানান রকম ঘটনা ঘটতে পারে। লাভবান হতে পারেন, আবার তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করলেও ভালোই হবে।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )
অন্য কিছুর জন্য সময় নষ্ট না করে, নিজের ভালো এবং মঙ্গলের দিকেই ভাবা উচিত। চেষ্টা করুন নিজেকে পরিবর্তন করার। আপনার প্রতি অনেকেই আশায় রয়েছেন। তাঁদের কাছে নিজেকে প্রমাণ করুন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )
পার্টনার এর সুযোগ আসবেই। তা আপনার পছন্দ না হলেও চলবে। তাঁরা যা চায় তাই করতে দিন। কাছের মানুষের ওপর বিশ্বাস রাখুন। ছোটদের সঙ্গে এবং সন্তানের সঙ্গে সম্পর্ক মধুর করার এবং বিশ্বাসযোগ্য করার চেষ্টা করুন।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)
আর্থিক সমস্যার সমাধানের সুযোগ। ঋণদাতা এবং ঋণগ্রহণকারীদের থেকে চাপ আসতে পারে। পরিবারের চাপ বহাল থাকবে। কিছু বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। নিজেকে ঠান্ডা রাখুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )
নিত্যদিনের কাজের জন্য সুবিধজনক নয়। জীবনের নানা জাগতিক বিষয়ে নজর রাখতে হবে। নতুন কিছু দায়িত্বের বোঝা আপনাকে বিচলিত করতে পারে।
ধনু/ Sagitarius রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22)
সাম্প্রতিক চুক্তি এবং দৃঢ় বিষয়গুলোর প্রতি নজর রাখুন। বিদেশের যাত্রা এবং বিরক্তিকর কোনও ঘটনার মুক্তি ঘটতে পারে। নিজের সমস্ত কিছু, বুদ্ধিমত্তা এবং পরখ দিয়ে বিচার করুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20)
মানসিক অবস্থা পরিবর্তনশীল। পরিবারের সঙ্গে সুন্দর সময় আশা করতে পারেন। ভ্রমণের সুযোগ রয়েছে। সামগ্রিক জীবনে নানান উন্নতি আসতে পারে।
কুম্ভ/ Aquarius রাশিফল rashifal ( Jan 21 - Feb 19)
আপনি সঠিক হলেও আপনার সহকর্মীরা আপনার বিরোধিতা করবেই। সমালোচনা সঠিক ভাবে নিতে শিখুন! উদ্বিগ্ন মনোভাব কম করার চেষ্টা করুন। তবেই ভবিষ্যতে সফলতা আসবে।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20)
সহযোগীদের পক্ষ থেকে সুযোগ আসতে পারে। আড়ালে থেকে কাজ করবেন, তবে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। নিজের উপকারী মনোভাব আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন