Daily Horoscope, 28 July 2021: আর্থিক সমস্যা কন্যার, বৃহস্পতি তুঙ্গে মকরের? পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope, Ajker Rashifal

বুধবারের রাশিফল পড়ুন

মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )

Advertisment

পারিবারিক দিক থেকে শান্তির প্রয়োজন তবেই আপনার মন ভাল থাকবে। বিনা কারণে দোষের ভাগীদার হতে পারেন। মানুষ বুঝেই নিজের সাহায্যের হাত বাড়াবেন।

বৃষ/Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )

Advertisment

অতীতের কিছু ঘটনা ভবিষ্যতের সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে। নিজের মেজাজ ঠান্ডা রাখুন তাহলে ভাল কিছু ঘটতে পারে। সুযোগের সদ্ব্যবহার করুন। নিজের যোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করুন।

মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )

ভ্রমণের সুযোগ আসতে পারে। সুবর্ণ কিছু সুযোগ আসতে চলেছে। সেগুলোকে প্রত্যক্ষ করে কার্যকর করুন। পার্টনারদের পক্ষ থেকে দোলাচল থাকবে। নিজের অধিকার নিয়ে আর আপস করবেন না।

কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )

দিনের শুরু বেশ সুন্দর এবং উজ্জ্বল তবে পরের দিকে নাটকীয় কিছু ঘটনা ঘটতে চলেছে। কিছু বিষয় অস্পষ্ট থাকবে আপনার কাছে। মানসিক স্তর উন্মুক্ত করুন। আর্থিক অবস্থার দিকে লক্ষ্য রাখবেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )

অতিরিক্ত ভাবনা চিন্তা বন্ধ করুন। সিদ্ধান্ত সহজে নিতেই হবে। কিছু জিনিস দ্বিধা সৃষ্টি করতে পারে। মন শান্ত রাখুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )

ব্যবসায় যদিও বা সহজেই সিদ্ধান্ত নেবেন তারপরেও লাভ লোকসানের ফাঁদে পড়বেন না। আর্থিক অসঙ্গতি আছে। নেতিবাচক ভাবনা থেকে বিরত থাকুন। মানসিক শান্তি রাখুন।

তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)

সাম্প্রতিক কিছু সমস্যা থেকে রেহাই পাবেন। নিজের লক্ষ্য উন্মোচন করুন। সফলতা আসবে, তবে অন্য পথ অবলম্বন করুন। নিজের যোগ্যতা সম্পর্কে আপনি যথেষ্ট অবগত।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )

নিজেকে প্রশ্ন করুন পার্টনারের দায়িত্ব নিয়ে। সহজেই কারুর থেকে কিছু আশা করলে মুশকিল। আলোচনা করা অবশ্যই প্রয়োজন। ময়দান ছেড়ে যাবেন না।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22)

সমস্যা এবং অনুকূলতা দুইই দেখা যাচ্ছে। কিছু পরিস্থিতি আপনার আয়ত্বের বাইরে আবার কিছু আপনার পক্ষে। চারিপাশে শান্ত পরিবেশ কাম্য আপনার। নিজেকে সবরকম ভাবে তৈরি রাখুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20)

কিছু দায়িত্বের সম্মুখীন হবেন। নানান ধরনের কাজের সঙ্গে লিপ্ত থাকবেন। ভাল ভাবে কাজ করলে অবশ্যই সাফল্য আসবে। পারিবারিক সঙ্গতি বজায় থাকবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19)

চটজলদি কোনও ঘটনা ঘটে যেতে পারে। ভাল এবং খারাপ দুইদিকে আসতে পারে সমস্যা। স্বল্প মাত্রায় নয়, অত্যধিক মাত্রায় সব কিছু ঘটে যাবে।

মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20)

আপনার চারিদিকে সুযোগ ছড়িয়ে আছে। তার সদ্ব্যবহার করুন। চোখ কান খোলা রাখুন। পরিস্থিতি সম্পর্কে বোঝার চেষ্টা করুন। এমন কিছু জানতে পারেন যা আগে কখনও কেউ বোঝেনি।