/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/monday.jpg)
Ajker Rashifal Bengali, 26 August 2024: সোমবারের রাশিফল
আজকের দিন মেষ রাশি- ২৯ জুলাই, ২০২৪ (মেষ/ Aries রাশিফল Rashifal)
অপচয়ের চেয়ে সঞ্চয়ে ব্যাঘাত। ঋণশোধের পরিকল্পনা ধাক্কা খেতে পারে। কর্মক্ষেত্রে শ্রম, অধ্যাবসায় সত্ত্বেও উন্নতি অধরা। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ। উচ্চভিলাষ বিপত্তির কারণ হয়ে উঠতে পারে।
আজকের দিন বৃষ রাশি - ২৯ জুলাই, ২০২৪ (বৃষ / Taurus রাশিফল Rashifal)
প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সকল মুসকিল আসান। প্রিয়জনের দিন থেকে বড় ধরণের মানসিক আঘাত। পতঙ্গবাহিত রোগ থেকে সাবধান। সপরিবার ভ্রমণের চিন্তা বাতিল হতে পারে
আজকের দিন মিথুন রাশি - ২৯ জুলাই, ২০২৪ (মিথুন/ Gemini রাশিফল Rashifal)
সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। অভিনয় জগতে প্রবেশের সুযোগের সম্ভাবনা। বহুদিনের কোন আশা পূর্ণ হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে আশাতীত স্বীকৃতির সম্ভাবনা।
আজকের দিন কর্কট রাশি - ২৯ জুলাই, ২০২৪ (কর্কট / Cancer রাশিফল Rashifal)
মাত্রাতিরিক্ত ব্যয় আটকাতে হবে। উত্তরাধিকার থেকে প্রাপ্ত সম্পত্তি ঘিরে আইনি জটিলতা। পেশা বদলের চিন্তা সাফল্য পেতে পারে। লটারিতে প্রাপ্তি যোগ। ভ্রমণের চিন্তা বাতিল হতে পারে। শরীরের দিকে নজর দেওয়া দরকার।
আজকের দিন সিংহ রাশি- ২৯ জুলাই, ২০২৪ (সিংহ/ Leo রাশিফল Rashifal)
জমি/বাড়ি ক্রয়ের সম্ভাবনা। পথ দুর্ঘটনার আশঙ্কা। পথে-ঘাটে বাড়তি সতর্কতা প্রয়োজন। আজকের দিনে কোথাও কোন অর্থ বিনিয়োগ না করাই ভালো। উপার্জনের একাধিক বিকল্প পথের সন্ধান মিলতে পারে। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে।
আজকের দিন কন্যা রাশি - ২৯ জুলাই, ২০২৪ (কন্যা/ Virgo রাশিফল Rashifal)
কর্মপ্রাপ্তির সুযোগ। পাওয়া নিয়ে বিবাদের সম্ভাবনা। রাজনীতির লোকেদের জন্য আজকের দিনটি দারুণ কোন সুসংবাদ বয়ে আনতে পারে। হঠাৎ প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
আজকের দিন তুলা রাশি - ২৯ জুলাই, ২০২৪ (তুলা/Libra রাশিফল Rashifal)
পৈতৃতিক সম্পত্তি প্রাপ্তির শুভযোগ। বন্ধুর বিরুপাচরণ কষ্ট দিতে পারে। ব্যবসায়ে বাড়তি বিনিয়োগে রাশ টানা দরকার। কাছের মানুষকে ধার না দেওয়াই বুদ্ধিমানের কাজ। কোন সুপ্ত বাসনা হঠাৎ পূরণ হতে পারে
আজকের দিন বৃশ্চিক রাশি - ২৯ জুলাই, ২০২৪ (বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal)
পথদুর্ঘটনায় দেহে বড় ধরণের আঘাতের সম্ভাবনা। চাকরির শুভ যোগ। কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি। প্রিয়জনের আগমনের সংবাদে পরিবারে খুশির হাওয়া। সাহস ও বিদ্ধির জেরে বিপদ থেকে উদ্ধার। ধর্মাচরণে মানসিক শান্তি।
আজকের দিন ধনু রাশি - ২৯ জুলাই, ২০২৪ (ধনু/ Sagitarious রাশিফল Rashifal)
ভাই-বোনের মধ্যে সম্পর্কের উন্নতি। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য অশান্তি। বাহন ক্রয়ের পরিকল্পনা সফল হতে পারে। ব্যাবসায়ে বিনিয়োগে বিরাট সাফল্যের সম্ভাবনা।
আজকের দিন মকর রাশি - ২৯ জুলাই, ২০২৪ (মকর/ Capricorn রাশিফল Rashifal)
উপস্থিত বুদ্ধির জেরে ঝামেলা থেকে উদ্ধার। উপার্জনের বাড়তি দিশা। প্রেম-প্রণয়ে আঘাতের সম্ভাবনা। বাতের ব্যাথা কষ্ট দেবে।
আজকের দিন কুম্ভ রাশি - ২৯ জুলাই, ২০২৪ ( কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal)
আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। কর্মক্ষেত্রে বিরাট সাফল্য অপেক্ষা করছে। বহুজাতিক সংস্থায় কর্ম প্রাপ্তির সম্ভাবনা। সৃষ্টিশীল কাজে বাড়তি উপার্জন ও সম্মান।
আজকের দিন মীন রাশি - ২৯ জুলাই, ২০২৪ (মীন/ Pisces রাশিফল Rashifal)
পুলিশি ঝামেলা না এড়াতে পারলে কপালে দুর্ভোগ। ভিন রাজ্যে কাজের সুযোগ। মূল্যবান দ্রব্য হারানোর সম্ভাবনা। নিজের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া দরকার।