Advertisment

Ajker Rashifal Bengali, 5 July 2022: আতঙ্কে থাকবে এই রাশির জাতকরা, নিজের দোষেই বিপদে

আজকের রাশিফল ৫ জুলাই, জেনে নিন কী আছে ভাগ্য?

author-image
IE Bangla Web Desk
New Update
tuesday horoscope- 5 july

মঙ্গলবারের রাশিফল

মেষ/ Aries  রাশিফল Rashifal ( March 21 - April 20 )

Advertisment

ধর্মীয় দিকে সময় বের করুন। নতুন খাতে অনেক সুযোগ আসবে। মন থেকে সবকিছু স্বীকার করে নিন। আর্থিক সুবিধা থাকবে। ব্যবসায় আনন্দ। বন্ধুবান্ধবের থেকে অনেক লাভ হবে। কর্মক্ষেত্রে সাফল্য। অন্যের পতন দেখে খুশি হবেন না, বরং চেষ্টা চালিয়ে যান।

বৃষ/ Taurus  রাশিফল Rashifal ( April 21 - May 21 )

কর্মে থাকবেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। জ্ঞান বাড়িয়ে তুলুন। আজ নিজের মত করে বাঁচার দিন। অযথা ঝামেলায় থাকবেন না। অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন। একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। অফিসে অজানা কারণে উত্তেজিত হবেন না।

মিথুন/ Gemini  রাশিফল Rashifal ( May 22 - June 21 )

যে সমস্যায় পড়েছেন সেটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আজ অনেক কিছু বদলাবে। বুদ্ধি দিয়ে সবকিছু সমাধান করুন। অন্যের সামনে বেশি কথা না বললেই ভাল। যা উপার্জন করবেন সেটিকে ধরে রাখুন। কেউ কেউ আপনার জন্য একেবারেই মঙ্গলদায়ক নয়, তাদের থেকে দূরে থাকুন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal  ( June 22 - July 23 )

শিশুসুলভ আচরণ থাকবে। মন থেকে ভাল থাকুন। অনুষ্ঠানের আয়োজন কারণে আজ অনেককিছু দেখবেন। অর্থ ব্যয় করতে হবে, নিজেকে ভাল রাখুন। সুখের অনুভুতি থাকবে। আজ ফাঁকা সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারওর প্রভাব নিজের ওপর পড়তে দেবেন না। স্ত্রীর কথা শুনলে কাজে দেবে।

সিংহ/ Leo রাশিফল  Rashifal  ( July 24 - August 23 )

জরুরী সিদ্ধান্ত নেবেন। উত্তেজিত হবেন না। বেশি বিচলিত হয়ে কাজ নেই। অতীত আঁকড়ে বসে থাকবেন না। প্রেমে পড়তে পারেন। কর্মক্ষেত্রে মানুষদের সঙ্গে শান্ত থাকুন। বেশি ভয় পাবেন না। আজকে না চাইতেও ভুল করে বসবেন। মূল্যবান সময় নষ্ট করবেন না।

কন্যা/ Virgo রাশিফল Rashifal  ( August 24 - September 23 )

সুস্থ থাকার চেষ্টা করুন। বন্ধুদের কারণে আজ ভাল থাকবেন। সমস্যা সমাধানের চেষ্টা করুন। নতুন করে সবকিছু ভাল হবে। অজানা বিপদ থেকে সাবধান। আত্মীয়দের সঙ্গে সময় কাটান। আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। উপার্জন ভাগ করবেন না।

তুলা/ Libra রাশিফল Rashifal  ( Sept 24 - Oct 23)

নিজের শক্তি বাড়িয়ে তুলুন। মন ভাল রাখুন। অপরের সঙ্গে খারাপ আচরণ করবেন না। অযথা ঝামেলা থেকে দূরে থাকুন। আজ কিছু সংঘর্ষের সঙ্গে যুক্ত হতে পারেন। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। উত্তেজনায় থাকবেন। আজ নতুন করে অনেক কিছু হতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal  ( Oct 24 - Nov 22 )

বাড়ির চিন্তায় আতঙ্কে থাকবেন। সকলের কথা শুনে চলুন। শরীর নিয়ে বেশিদিন ভাববেন না। কেউ কেউ আপনার কথায় আরও রেগে যাবে। পদক্ষেপ নেওয়ার আগে দশবার ভাবুন। প্রেমের বিকল্প আর কিছুই নেই। আজ অনেক কিছু নতুন করে জানবেন। আপনার কথামত সবকিছু হতে পারে না। আজ সময় নষ্ট করবেন না।

ধনু/ Sagitarious  রাশিফল Rashifal  ( Nov 23 - Dec 22 )

অন্যের উপকার করুন। মন থেকে ভাল থাকার চেষ্টা করুন। কেউ কেউ অযথাই আপনাকে ব্লেম করবে। নিজের মত করে এগিয়ে যান। অযথা ঝামেলায় জড়াবেন না। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। শিক্ষায় মন দিন। কাউকে বিশ্বাস করবেন না সহজে।

মকর/ Capricorn  রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )

অজানা উৎস থেকে আয় হবে। অনেকের রহস্য জানবেন। সত্যি মিথ্যে ফারাক আজ জেনেই যাবেন। নতুন করে কারওর সঙ্গে কথা বলবেন না। মন শান্ত রাখুন। এর ওর কথাও নাচবেন না। শরীরের যত্ন নিন। চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করতে পারেন।

কুম্ভ/ Aquarious  রাশিফল Rashifal ( Jan 21 - Feb  19 )

দীর্ঘ অসুস্থতা থেকে সেরে উঠবেন। উত্তেজনা এবং চাপ কমবে। স্থায়ী পরিবর্তনে আজ দিন ভাল থাকবে। অজানা কারণে রেগে যাবেন না। অতিরিক্ত ব্যয় থেকে দূরে থাকুন। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে তুলুন। কর্মক্ষেত্রে নিজেকে সক্রিয় রাখুন। এর ওর সঙ্গে ঝগড়া করবেন না।

মীন/ Pisces  রাশিফল  Rashifal ( Feb 20 - Mar 20 )

অঢেল শক্তি থাকবে। নিজের কাজ শেষ করুন। কাউকে অর্ধেক কথা বলবেন না। অর্থ সঞ্চয় করতে শিখুন। আজ নতুন করে প্রেমে পড়তে পারেন। পারিবারিক শোরগোল থেকে দূরে থাকুন। কাউকে বেশি তোষামোদ করতে যাবেন না। আজকে নানা কারণে আপনি বিরক্ত হতে পারেন।

Singha Rashifal 2022 ( সিংহ রাশিফল ) Makar Rashifal 2022 (মকর রাশিফল ) Karkat Rashifal 2022 ( কর্কট রাশিফল ) Kumbha Rashifal 2022 ( কুম্ভ রাশিফল ) Mesh Rashifal 2022 ( মেষ রাশিফল ) Tula Rashifal 2022 ( তুলা রশিফল ) Kanya Rashifal 2022 ( কন্যা রাশিফল ) Vrischik Rashifal 2022 ( বৃশ্চিক রাশিফল ) Vrish Rashifal 2022 ( বৃষ রাশিফল ) Meen rashifal 2022 ( মীন রাশিফল ) Dhanu Rashifal 2022 ( ধনু রাশিফল )
Advertisment