Ajker Rashifal Bengali, 5 July 2025: কেমন থাকবে আজকের রাশিফল? আজ কেউ কেউ জানা মানুষকে নতুন করে চিনতে পারবেন। সকলকে বিশ্বাস করবেন না। দরকার ছাড়া বিপদে পড়বেন অনেকেই। জানেন আজ কী হতে চলেছে?
মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )
শরীর ভাল থাকবে। প্রতিবেশীকে ঋণ দেবেন না। সকলকে বিশ্বাস করবেন না। নিজের মত করে কাজ করুন। মন ভাঙার সুযোগ রয়েছে। শিশুদের সঙ্গে সময় কাটান। দরকারি মুহূর্তে অভাব থাকবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )
বিবাহিত জীবনে ব্যক্তিগত ভাব অবশ্যই দরকার। হতাশা রাখবেন না। সময় হলে সব হবে। পরিকল্পনা সম্পর্কে সকলকে জানাবেন না। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত। সিদ্ধান্ত গ্রহণে দেরি করলে চলবে না।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )
জিনিসপত্র সামলে রাখুন। সবক্ষেত্রে গুরুতর কারণ খুঁজবেন না। তবে বিবাহ বিচ্ছেদের দিকে এগোতে পারে। পার্টনারের সঙ্গে সময় কাটানোর ঘোরতর সুযোগ। মেজাজ চমকপ্রদ থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় বের করুন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )
আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার প্রশংসা করবে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )
অনেকের সমালোচনার শিকার আপনি। নিজেকে ধরে রাখুন। কর্মক্ষেত্রে অসুবিধা থাকবে। ব্যবসায়ীরা বুঝে শুনে অর্থ বিনিয়োগ করুন। বিচক্ষণ থাকুন। পার্টনারের সঙ্গে সময় কাটানোর ঘোরতর সুযোগ। মেজাজ চমকপ্রদ থাকবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )
আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে হবে। সতর্ক থাকুন। কিছু মানুষকে অবহেলা করলে পরে নিজে মুশকিলে পড়বেন। স্বাস্থ্য ভাল থাকবে। বড় সমস্যা থেকে রেহাই পাবেন।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)
আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে হবে। নানা অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক বাঁক আসবে। আজ অনেককিছুই প্রত্যাশিত ফলাফল পাবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )
নিজের মেজাজ ধরে রাখেন। দীর্ঘ স্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। কাজে জুড়ে থাকুন। সমস্যার সমাধান করতে পারে। শরীর নিয়ে উৎকণ্ঠা থাকবে। অযথা অতিরিক্ত অর্থ ব্যয় হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )
নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। বেশ কিছু নতুন সুযোগ পাবেন। আপনার ভালবাসার সঙ্গী আজ অনেক ফল দেবে। চারপাশের মানুষের থেকে সাবধান।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )
প্রেমিকার মেজাজ থেকে সাবধান। আনন্দদায়ক মেজাজ থাকবে। মূল্যবান সময় নষ্ট করবেন না। আজকের দিনটি খুব একটা সুখকর নয়। স্বাস্থের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে চমৎকার কিছু ঘটবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )
সব আকর্ষণই কেড়ে নেওয়ার সুযোগ রয়েছে। আপনার সামনে অনেক কিছু জড়ো হয়ে থাকবে। ব্যবসায় লাভ। নিজেকে টপকে যেতে হবে। প্রেমের বাঁধন আলগা হতে পারে। পরিবারের সঙ্গে ঘুরে বেড়ান।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )
স্বাস্থের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে চমৎকার কিছু ঘটবে। ভালবাসায় নতুন রাস্তা দেখা দেবে। বিরাট বিপদ থেকে সাবধান। ব্যবসায় লাভ হতে পারে। আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবেন অনেকে।