কোনও বন্ধু বা আত্মীয়ের ব্যবহারে আজ দুঃখ পাবেন। দামি জিনিস বা সম্পত্তির ক্ষেত্রে সাবধান হোন। চুরির সম্ভাবনা রয়েছে। কিছু উপহার পেতে পারেন অপ্রত্যাশিত ভাবে। না চাইতেও প্রেমে জড়িয়ে যাবেন।
অসৎ লোক থেকে সাবধান থাকুন। আর্থিক ব্যাপারে চাপ বৃদ্ধি। কোনও কাজের জন্য মনোকষ্ট বাড়তে পারে। মায়ের অসুস্থতার জন্য খরচ। সন্তানের কোনও কাজের জন্য মনে শান্তি।
কর্মক্ষেত্রে ঝুঁকি নিয়ে লাভ পেতে পারেন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে যোগাযোগ বাড়বে। চাকরির অনুসন্ধানে কোনও সফরে গেলে সাফল্য পেতে পারেন। কথা বার্তায় নিজেকে সংযত রাখুন। নিঃসঙ্গতা গ্রাস করতে পারে আপনাকে।
পড়াশোনার জন্য কোনও চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। প্রেম-প্রণয়ে বাধা আসতে পারে। কাজে অনিহা আসতে পারে। টাকা খরচের জন্য স্ত্রী-র সঙ্গে বিবাদ।
নতুন কোনও প্রস্তাব আসার সম্ভাবনা। লাভের মুখ দেখতে পারেন কোনও কাজে। প্রেমের ব্যাপারে ভাল সুযোগ। চোখের সমস্যা বাড়তে পারে।মনের কোনও আশা পূরণে কিছুটা বাধা রয়েছে। অযথা অপমানিত হতে পারেন। ভাল বন্ধু আজ চিনতে পারবেন।
চাকরিস্থানে কোনও কারণে সম্মানহানি হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ। মহিলা সংক্রান্ত ব্যাপারে বিবাদের সম্ভাবনা। বাজে খরচ হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। সব মিলিয়ে দিন খুব শুভ নয়।
আজ একটু বুঝেশুনে বন্ধুর সঙ্গে চলুন, বিবাদ হতে পারে। কোনও ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার কথার খেলাপের জন্য সম্পর্কে জটিলতা বাড়তে পারে। বিবাহিত জীবনেও স্বচ্ছন্দের অভাব হতে পারে।
গান-বাজনার জন্য দিনটি ভাল। আজ বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। পূজাপাঠের জন্য খরচ হতে পারে। বন্ধুর ব্যাপারে চিন্তা বাড়তে পারে। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। মাথার যন্ত্রণা বাড়তে পারে।
বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ হতে পারে। নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ বাড়তে পারে। আপনার কোনও ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে।
সাহিত্যচর্চা থেকে আনন্দ। ব্যবসার দিকে ভাল সুযোগ মিলতে পারে। অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। স্বাস্থ্যের ব্যাপারেও যত্নবান হোন। অবিবাহিত ব্যক্তির জীবনে নতুন প্রেম আসতে পারে। কাজের চাপ সামলে পরিবারকে যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করুন।
ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। আজ কারও সহায়তা ছাড়াই অর্থ আসবে। সারাদিন কাজের ধকল অনেক হবে। তবু আপনি তরতাজা থাকবেন। জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে আনন্দে মেতে থাকুন।
আপনার বুদ্ধি এবং উদ্যমের মধ্যে দিয়ে সাফল্য আসবে। ব্যবসা করা ব্যক্তিরা লাভবান হবেন। দীর্ঘ একাকিত্ব এবং একঘেয়েমি আজ কেটে যাবে। কাজের জায়গায় সম্মান লাভের সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন