আজ ধার দেওয়া থেকে বিরত থাকুন। নতুবা পাওনা অর্থ উদ্ধার হতে কষ্ট হবে। স্বাস্থ্য সুন্দর রাখতে যোগব্যায়ামের দিকে নজর দিন। আজ যে কোনও বিপদের সময় বন্ধুবান্ধব আপনার পাশেই থাকবে। আর তাদের সহায়তায় বিপদ থেকে মুক্তি। মেষের আনন্দের সময়।
বেকারদের অস্থায়ী কাজের সুযোগ। স্বামী-স্ত্রীর সম্পর্ক মোটামুটি ঠিকই থাকবে। শুভ সময় থাকবে সারাদিন। অফিসের পরিবেশ মনের মতই থাকবে। কোনও ধর্মীয় স্থান দর্শন। আজ স্বামী-স্ত্রীর পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির আশঙ্কা।
শান্তি বজায় থাকবে মনে। পরিবারের সাথে আজ বেশ ভালোই সময় কাটবে। সন্ধ্যায় কোথাও খেতে যাওয়ার যোগ। ব্যবসায় লাভ খারাপ হবে না।
নতুন বন্ধু লাভ হতে পারে। কোনও শারীরিক যন্ত্রণা ভোগ। শরীর ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করুন। বেশি ভারী কাজ আজ এড়িয়ে চলুন। আজ প্রাপ্তি যোগ আছে। ছাত্র-ছাত্রীর জন্য ভালো দিন।
আজ আপনার মানসিক প্রত্যয় বৃদ্ধি পাবে। আপনার আশা-আকাঙ্ক্ষা অবশ্যই আজ পূরণ হবে। আজ পরিবারের গুরুজনদের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে। মার্কেটিংয়ের কাজে বিশেষ সাফল্য। রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের সুফল। শিল্পীদের স্বাস্থ্য ভালো থাকবে।
অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। । শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন।
বহু উৎস থেকে অর্থপ্রাপ্তির দিন। পাওনা অর্থ উদ্ধার হবে। প্রেমিক-প্রেমিকার আরো দায়িত্বশীল হওয়া উচিত। মনে রাখতে হবে ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।
গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। প্রেমের জন্য বিরহ আসতে পারে।
আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। বিবাদ বাড়তে পারে।
আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, সাবধানে সিদ্ধান্ত নেবেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। তবে বাধা আসতে পারে।
চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ভুগতে হতে পারে। মানসিক উদ্বেগ কেটে যেতে পারে। কিছুটা শান্তি আসবে জীবনে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন