Daily Horoscope, 6 June, 2021: মীনের জীবনে উন্নতি, কুম্ভের জীবনে সমস্যা! পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: কেমন কাটবে আজকের দিন?

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: কেমন কাটবে আজকের দিন?

author-image
IE Bangla Web Desk
New Update
Daily Horoscope, Ajker Rashifal

রবিবারের রাশিফল পড়ুন

Advertisment

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

সময় বের করে নিজেকে কিছুটা বুঝুন। বন্ধুদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলে খুশি দ্বিগুণ হয়ে যাবে। আজকের দিনে অর্থ সঞ্চয় করতে পারবেন। কাজের চাপে বন্ধুদের এবং পরিবারকে সময় দিতে না পারায়, মন খারাপ হয়ে যাবে।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

Advertisment

ব্যক্তিগত এবং পেশাদারি উভয় জায়গায় সমস্যা বৃদ্ধি হতে পারে। নিজের যত্ন না নিলে অর্গান ফেলিওরের মত শারীরিক সংকট দেখা দিতে পারে।  তবে অন্যান্য শারীরিক অসুখের দেখাও দিতে পারে।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

একাকীত্ব থেকে বেরিয়ে আসুন আজকের দিনে। আপনার মিষ্টি স্বভাবের কারণে জীবনে খুশির মুহূর্ত আসবে। আজকের দিনে এই রাশির পড়ুয়ারা গোটা দিন মোবাইলের পেছনেই সময় নষ্ট করতে পারে। অর্থের উপার্জন ভালো থাকা সত্ত্বেও, সঞ্চয় করতে পারবেন না।

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

মগজধোলাই করতে পারে এমন লোকেদের থেকে দূরে থাকুন। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। সমস্যার সম্মুখীন হলেও, চটজলদি সমাধান পেয়ে যাবেন।

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

বেশ কিছু অর্থদণ্ড দিতে হলেও জীবন ক্রমশ স্বাভাবিকতায় ফিরে আসবে। নিকটজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর আশঙ্কা রয়েছে, আচরণের ব্যাপারে সতর্ক থাকা বাঞ্ছনীয়।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

ভালোবাসার মানুষের থেকে একটি বিশেষ বার্তা পাবেন। এই রাশির ব্যক্তিদের কাছে আজকের দিন খুবই আনন্দের। কাজের জায়গার শত্রুরা আজকের দিনে বন্ধু হয়ে যাবে। ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকুন।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

আর্থিক দিক থেকে সুসময়। জীবনচর্যায় পরিবর্তন আসবে। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে  কিছু নজরকাড়া বদল আসতে পারে। শিক্ষার্থীরা সাফল্য প্রত্যাশা করতে পারেন।

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

ভালোবাসার মানুষের ভালোবাসার মধ্য দিয়ে জীবনের সব কষ্ট ভুলে যাবেন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে জীবনে অনেক উন্নতি করবেন। সঙ্গীর শারীরিক সমস্যা চিন্তার কারণ হবে। নতুন কাজের জন্য সহজেই মূলধন জোগাড় করতে পারবেন।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

বিবাহিতদের পক্ষে ভাল সময় নয়। ঝগড়াঝাটি, এমনকি বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনা। তবে আইনি ক্ষেত্রে সুদিনের সম্ভাবনা।

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

অন্যদের সঙ্গে মেলামেশার ব্যাপারে সতর্ক না থাকলে তার জন্য যন্ত্রণাভোগ করতে হতে পারে। তবে ভালো খবরও রয়েছে। আপনার নিকটজন কেউ যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাঁরা আপনার সাহায্যে খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন।

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

আর্থিক সমস্যার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে নিজের ভালোলাগার কিছু কাজ করুন। ব্যস্ততার মাঝেও বাচ্চাদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে পারবেন। অযথা ব্যয় না করে সঞ্চয়ে মন দিন।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

কাজের জায়গায় অন্যরা আপনার কাজের প্রশংসা করবে। আজকের দিনে মামাবাড়ির থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন।কাজের জায়গায় তাঁদের দায়িত্বের বাড়বৃদ্ধি অর্থাৎ উন্নতি ঘটতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন