Daily Horoscope, 14 March, 2021: ছুটির দিনে সতর্ক হন মেষ, কুম্ভের ভাগ্যে অর্থপ্রাপ্তি! পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

author-image
IE Bangla Web Desk
New Update
Daily Horoscope, Ajker Rashifal

রবিবারের রাশিফল পড়ুন

Advertisment

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। রাস্তা পারাপারে সতর্ক থাকুন।

Advertisment

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

আজ প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন। আজ গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো কোনো অর্ডার পেতে পারেন।বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

পারিবারিক ক্ষেত্রে কোনো নিকট আত্মীয়র সাহায্য পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হলেও বাত জনিত পীড়ায় কষ্ট পেতে পারে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

পরীক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন আশানুরূপ নাও হতে পারে। আজ প্রেম রোমান্সে আনন্দ পাবেন। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

অংশীদারি কারবারে চলতে থাকা জটিলতার অবসান আশা করা যায়। নব দম্পতিরা কোথাও বেড়াতে যেতে পারেন। শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

পাইকারী ও খুচরা বিক্রেতারা ভালো ব্যবসা করবেন। আজ দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

কাজে অনিহা দেখা দিবে। অবসাদে ভুগতে পারেন। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদে বিষন্ন হয়ে পড়বেন।দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

উচ্চশিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত বিষয় শুভ। বিদেশ গমনের প্রচেষ্টা ফলপ্রসু হতে পারে। আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।তীর্থ ভ্রমণ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

আজ সামাজিক কাজ কর্মে অংশ নেবার যোগ প্রবল। ইঞ্জিনিয়ার ও মেকানিকদের আয় রোজগার ভালো হবে।কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে।

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

কোনো উপহার সামগ্রী পেতে পারেন। বন্ধুদের কারো বিয়েতে ব্যস্ত থাকার সম্ভাবনা প্রবল।শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

ব্যয় বৃদ্ধির আশাঙ্কা প্রচুর রয়েছে। আজ বিদেশ গমনেচ্ছুকদের মনবাঞ্ছা পূরণ।চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

প্রবাস থেকে কোনো ভালো সংবাদ লাভের যোগ রয়েছে। আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসবে।দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।