Advertisment

Daily Horoscope, 17 March 2022: লক্ষ্মীবারে অর্থভাগ্য ভাল থাকবে কার কার? পড়ুন রাশিফল

author-image
IE Bangla Web Desk
New Update
Daily Horoscope 3 june friday

পড়ুন রাশিফল

মেষ/ Aries  রাশিফল Rashifal ( March 21 - April 20 )

Advertisment

অভিমত নিয়ে আজকে একটু ভাবা দরকার। অনুভূতির যত্ন নিন। ভুল সিদ্ধান্ত মানসিক চাপ দেবে। প্রচুর অর্থ ব্যয় হবে।  আর্থিক দিকটি সবল থাকবে। ব্যক্তিগত সমস্যা থাকবে। প্রিয়জনের থেকে ভাল আশা পাবেন। সহকারীদের সম্ভাব্য কাজ আজকে মুশকিলে ফেলবে। 

বৃষ/ Taurus  রাশিফল Rashifal ( April 21 - May 21 )  

উচ্চ ক্ষমতা আজকে ভাল ফল দেবে। নিজের বুদ্ধি ভাল কাজে লাগান। সন্দেহজনক পরিকল্পনা উড়িয়ে দিন। যেটা আপনাকে সুখী করে সেটাই করার চেষ্টা করুন। অন্যের ঝামেলায় জড়াবেন না। গভীর উচ্ছাস থাকবে। সৃজনশীল কাজে ভেবে চিনতে যান। 

মিথুন/ Gemini  রাশিফল Rashifal ( May 22 - June 21 )

আজকে পরের উপকার করলে ভাল ফল পাবেন। মানসিক শান্তি থাকবে। অর্থ ব্যয় করতে পারবেন। সহানুভূতি পুরস্কৃত হবে। ছোট সমস্যা নিয়ে মুশকিলে পড়বেন। মেধাশক্তি উপলক্ষ্যে নিজেকে কাজে লাগান। পেশাদারী প্রকল্প দরকার। 

কর্কট/ Cancer রাশিফল Rashifal  ( June 22 - July 23 )

এমন কোনও কাজে নিযুক্ত হন যেটি আপনার সুনাম ঘটায়। উৎসাহ থাকবে, তবে ভুল কাজে জড়াবেন না। সমৃদ্ধি এবং আর্থিক পরিকল্পনা বাড়তে পারে। ঘরের তরফে ঝামেলা থাকবে। নিজের প্রতি যত্নশীল হন। জীবনে ভালবাসার অভাব বোধ করবেন। 

সিংহ/ Leo রাশিফল  Rashifal  ( July 24 - August 23 )

স্বাস্থ্য ভাল রাখতে হবে। নিজেকে ভাল কাজে ব্যবহার করুন। কাজে লেগে থাকার চেষ্টা করুন। নিকট আত্মীয়ের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভাল ফল লাভ করবেন। আর্থিকভাবে উপকৃত হবেন। ব্যক্তিগত সমস্যায় অনেকেই আপনার উপদেশ চাইবে। নতুন রোজগারের সুযোগ গুলি নিন। 

কন্যা/ Virgo রাশিফল Rashifal  ( August 24 - September 23 )

ভাল জিনিসের প্রতি আজকে আগ্রহী হবেন। আর্থিক লাভ আসবে। কাওকে ঋণ দেবেন না। যেটি আপনাকে সুখী করে সেদিকে খেয়াল রাখুন। যে কাজ করতে ভাল লাগে সেটাই করুন। ভালবাসার শক্তি পরখ করা খুব দরকার। প্রত্যাশা মত কাজ হবে না। 

তুলা/ Libra রাশিফল Rashifal  ( Sept 24 - Oct 23)

অত্যধিক উত্তেজনা থাকবে। বিস্ফোরক নেশা থাকবে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আজকে অনেককিছু এড়াতে হবে। পরিবারের সদস্যের আজকে ভাল কাজ করা উচিত। অনেকের অনুপস্থিতি আজকে বুঝতে পারবেন। ভাব বিনিময় থাকবে। সৃজন ক্ষমতা কাজে লাগান। 

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal  ( Oct 24 - Nov 22 )

খারাপ অভ্যাস দূরে সরান। বিনোদন থাকবে। অপ্রত্যাশিত উপহার পাবেন। অনেকের থেকে সাহায্য পাবেন। যত্নশীল হন। সমবেদনা থাকবে। চাকরিতে উন্নতি। গুরুত্ব অনুধাবন করবেন। 

ধনু/ Sagitarious  রাশিফল Rashifal  ( Nov 23 - Dec 22 )

অনেকেই স্বার্থপরের মত আচরণ করবে। মানসিক শান্তি সরবে। বাড়তি টাকা পয়সা উপার্জনের সুযোগ। চারপাশের মানুষের প্রভাব পড়বে। প্রেমে হতাশ হতে পারেন। মনক্ষুন্ন হবেন না। নিজের জীবন সম্পর্কে বুঝতে শিখুন। প্রশংসা পাবেন। 

মকর/ Capricorn  রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 ) 

আপনার স্বাস্থ্য আজ পুরোপুরি সমর্থন পাবে। জিনিস কেনার পক্ষে আদর্শ দিন, দাম বাড়বে। বাড়ির কাজ ক্লান্তিকর হতে পারে। প্রেম বসন্তের মত হয়। অংশীদারিত্বে কাজ করার আগে নিজেদের ভাবনা চিন্তা করা প্রয়োজন। 

কুম্ভ/ Aquarious  রাশিফল Rashifal ( Jan 21 - Feb  19 ) 

অপ্রয়োজনীয় উত্তেজনা থাকবে। দুশ্চিন্তা থাকবে। কিছু সমস্যা তীব্র হবে। টাকা পয়সার উন্নতি হবে। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন। সারপ্রাইজ পাবেন। ঘনিষ্ঠ ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন। কর্মক্ষেত্রে ভাল ফল। বিনা কারণে আজকে গন্ডগোল হবে।

মীন/ Pisces  রাশিফল  Rashifal ( Feb 20 - Mar 20 ) 

 আজকে কল্যাণকর দিন। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পাবেন। অর্থ জমা করবেন। সঞ্চয় করতে পারেন, দক্ষতা কাজে লাগান। নিশ্চিতভাবে সৌভাগ্য আসবে। আজকের দিনটি অনুকূল। অফিসে যে কাজ করছেন সেটি কাজে লাগবে। 

Advertisment