Ajker Rashifal Bengali, 27 March 2025: ঘাবড়ে যাবেন জটিল পরিস্থিতিতে, ধনু-তুলা আজকে সাবধানে, কিন্তু কেন?

Ajker Rashifal Bengali, 27 March 2025: সারাদিন কেমন থাকবে আজ? প্রেমের মানুষদের আজ ভাল সুযোগ। এই রাশিরা আজকে ভুগবেন। কেউ কেউ অন্য মানুষকে আজকে ভুল বুঝবেন।

Ajker Rashifal Bengali, 27 March 2025: সারাদিন কেমন থাকবে আজ? প্রেমের মানুষদের আজ ভাল সুযোগ। এই রাশিরা আজকে ভুগবেন। কেউ কেউ অন্য মানুষকে আজকে ভুল বুঝবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Thursday Horoscope

Thursday Horoscope, 27 March 2025: লক্ষ্মীবারের রাশিফল Photograph: (ফাইল চিত্র )

Ajker Rashifal Bengali, 27 March 2025: কেমন থাকবে আজকের সারাদিন? কেউ কেউ আজকের দিনে উন্নতি করবেন। কেউ আজকে মনের দিক থেকে পাল্টে যাবেন। অগ্নি রাশিরা আজ সংবেদনশীল হবেন। জেনে নিন বিস্তারিত। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )

পার্টনারের তরফ থেকে হতাশা বোধ করতে পারেন। জটিল পরিস্থিতি থাকলেও অযথা ভয় পাবেন না। মন ভাল থাকবে। বাবা মায়ের সঙ্গে যেকোনও বিষয়ে কথা বলুন। বৈবাহিক জীবনে উন্নতি। অনুভূতি সকলের সঙ্গে শেয়ার করুন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )

Advertisment

পারিবারিক বিতর্কের সম্ভাবনা রয়েছে। পুরস্কার না পেলে হতাশাগ্রস্থ হবেন না। নিজের উপস্থিতি ভাল রাখুন। পার্টনারের বিশ্বাসযোগ্য কাজ করুন। নতুন উদ্যোগ পিছিয়ে দিন, ফাঁকা সময়ে ভাল কাজ করুন।

মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )

কথা বলুন, মতামত দিন। সবার সঙ্গে অযথা ঝগড়ুট স্বভাব বন্ধ করুন। সহকর্মীদের থেকে সজাগ থাকুন। যত্নবান হতে হবে। নিজের আবেগ আয়ত্বে রাখুন। কিছু গুরুত্বপূর্ণ কাজ বজায় থাকবে, তবে বেশি সংবেদনশীল হবেন না।

কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )

নিজেকে নিয়ন্ত্রনে রাখুন। সময়ের সঙ্গে তালমিলিয়ে চলুন, পার্টনারকে বিশ্বাস করুন। মন থেকে সমস্যা দূরে করুন। সকলের মাঝে অবস্থান উন্নত করুন। ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নিন, নিজেকে পিছিয়ে রাখবেন না।

সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )

নিজের উত্তম চিন্তাভাবনা হারাতে দেবেন না। নির্দিষ্ট কিছু বিবাদ থেকে দূরে থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত অশান্তি থাকবেই। নিজের সাফল্য বজায় রাখুন। কর্মস্থানে ব্যস্ত থাকবেন। অন্যদের সঙ্গে আলোচনা করতেই হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )

নিজের বুদ্ধিকে কাজে লাগান। জীবন নিজের উদ্যোগে চলতে দিন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। জটিলতা থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক দিকে যেতে পারেন। হাসতে থাকুন, সম্পত্তি সংক্রান্ত সবকিছুই নিবারণ হবে।

তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)

বিশ্রাম নিয়ে আজকে লাভ নেই, বরং পরিশ্রম করুন। আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অনেকেই আজকে অনেক কিছু বলবে। রুক্ষ আচরণ ঝামেলায় ফেলবে। এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )

কাছের মানুষের ভালবাসা পাবেন। সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। চাকরিতে কিছু সমস্যা থাকবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )

সময় নষ্ট করবেন না। উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। ধকল থাকবে। রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ আসবে। আরামে থাকবেন। অর্থ ব্যয় করবেন না। অযথা ঝামেলায় না জড়ানোই ভাল।

মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )

জরুরি কাজ বুঝে তবেই করুন। নতুন কোনও কাজ শুরু করতে পারবেন। আপনার প্রত্যাশামাফিক ফল না এলে হতাশ হবেন না। কাওকে আঘাত দিয়ে কিছুই করবেন না। অপ্রয়োজনীয় সমস্যা মেটাতে হবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )

আচরণ ভাল রাখুন। প্রশংসার কাজ করুন। অতীতের পরিশ্রম আজকে ভাল ফল দেবে। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় থাকবে। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম নজরে আসবে। আর্থিক সুবিধা থাকবে। নিজেকে বোঝার চেষ্টা করুন।

মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )

কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজ প্রচুর সমস্যা থাকবে। অবিলম্বে দৃষ্টিপাত করুন পরিবারের দিকে। ঘাবড়াবেন না। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঘনিষ্ঠদের সঙ্গে বিতর্ক থাকবে।

Vrishchik Rashifal Vrish Rashifal Singha Rashifal Tula Rashifal Mithun Rashifal Meen Rashifal Mesh Rashifal Makar Rashifal Kumbha Rashifal Karkat Rashifal Kanya Rashifal Dhanu Rashifal rashifal