মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )
কাজ করানোর চাপ দেবেন না কাউকে। অন্যায় চাহিদা বন্ধ করুন। সবার আগ্রহের দিকে নজর রাখুন। আর্থিক ভাবে লাভবন হতে হবে। একাকী বোধ করবেন। পরিবারের সাহায্য নিন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )
নির্ভীক মতামত দিন। অকপট সত্যি আজকে ভাল কিছু এনে দেবে। অহংকারে সব কিছু ধংস হবে। আঘাত করবেন না কাউকে। বুঝে শুনে খরচ করুন। চমকপ্রদ মেজাজ থাকবে। জীবনে প্রেমের সুযোগ আসতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )
রাগের কারণে মুশকিল পড়বেন। তুচ্ছ কারণকে বড় করে দেখবেন না। পরিবারের কারণে আজকে অসুবিধায় পড়বেন। বুদ্ধি প্রয়োগ করুন, নিউজকে নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক লেনদেনে সতর্কতা থাকা দরকার। সৌভাগ্য থাকবে নিশ্চিত ভাবে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )
স্বাস্থ্যের দিকে নজর দিন। দীর্ঘ লাভের আশা করতে পারেন। বিনিয়োগে লাভ পাবেন। আজকে অন্যের প্রতি আকর্ষণ থাকবে। কোনদিকে যাওয়া উচিত সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। প্রেমের সিদ্ধান্ত থাকবে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে।
সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )
অসুস্থতা থেকে সেরে উঠবেন। আর্থিকভাবে সবল থাকবেন। অনেকের থেকেই উপকার পাবেন। মেজাজ হারাবেন না। কেউ সহযোগিতা না করলে তার থেকে আশা করবেন না। হৃদয় দিয়ে ভাবনা বন্ধ করুন। কর্মক্ষেত্রে একটু সজাগ থাকা ভাল। মূল্যবান সময় নষ্ট করবেন না।
কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )
নিজের মনের কথা বলতে শিখুন। হিংসে করে লাভ নেই। অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে থাকলেও সাবধান। আইনি সিদ্ধান্ত আপনার দিকেই। কিছু সমস্যা থাকবে। সম্পর্কে অভিযোগ থাকবে। সহায়তা ছাড়াই নিজেকে এগিয়ে নিয়ে যান।
তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)
নিজের জন্য সময় থাকবে। লগ্নির দিকে ধ্যান দিন। ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। অফিসের কাজে অনেককে নিযুক্ত হতে হবে। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। আন্তরিক ভাবে কাজ করুন, অংশীদারি ভাব আজকে ভাল কাজ করবে। পরিবারের থেকে দূরে গেলে আজকে অনেক সুবিধা।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )
যেটা ভাল লাগে সেই কাজই করুন। ব্যবসায় লাভ। জীবনে আনন্দ থাকবে। পরিবারের উপদেশ ভাল কাজ করবে। কিছু প্রস্তাব দ্বারা অনুপ্রাণিত হবেন। নতুন ধারণা ফলদায়ক হবে। লোকেদের থেকে অনেক কিছু জানতে পারবেন। ফাঁকা সময়ের সাক্ষাৎ ভাল ফল দেবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )
আজকে আপনার উচ্চ ক্ষমতা থাকবে। ভাই বোনের থেকে সুবিধা পাবেন। সন্তানের সঙ্গে সেরা সময় কাটবে। কর্মক্ষেত্রে অনেক কিছু পেতে পারেন। দরকারি পরামর্শ নিন, কাজের দিকে নজর দিন।
মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )
দয়ালু স্বভাব দূরে রাখুন। চাকরি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কাছের বন্ধুদের আমন্ত্রণ জানান। অনেকেই আজ আপনাকে উৎসাহিত করবে। দীর্ঘসময়ের সিদ্ধান্ত আজ পরিশোধিত হবে। নির্জনে সময় কাটান তবেই ভাল।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )
ব্যক্তিত্ব ভাল রাখুন। আজকে অনেককে আকর্ষিত করতে পারবেন। যথাযথ কাজের মাধ্যমেই প্রশংসা পাবেন। কিছু কারণে জীবন অতিষ্ঠ হবে। স্পষ্টভাবে মানসিক অশান্তি থাকবে। কর্মক্ষেত্রে অসাধারণ উন্নতি। নতুন যোগাযোগ লাভ দেবে।
মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )
আজ অনেক কিছু জানতে পারবেন। আর্থিক উন্নতি নিশ্চিত। পার্টনারের থেকে আনন্দ পাবেন। উদ্যোগ নিতে পারেন। তবে ব্যবসায় অংশীদারিত্বে মুশকিল। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আবেগ দিয়ে কিছু করবেন না।