ছুটির দিনেই কোনও কাজের ব্যবস্থা হতে পারে। কারও কাছ থেকে দামি উপহার নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন। আজ কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।
চাকরির জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে। প্রেমের জন্য কিছু খরচ বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।
প্রেমের জন্য মনে আজ খুব ভাল আনন্দ থাকবে। আজ আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে।
ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে। পূজাপাঠের জন্য খরচ বৃদ্ধি। প্রিয় জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন।
আরও পড়ুন: পদত্যাগ গৃহীত, শুভেন্দুর তিন দফতরই নিজের হাতে রাখলেন মমতা
নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করুন। বাড়ির কোনও কাজের জন্য ঋণ নিতে হতে পারে। বাড়িতে ভ্রমণের আলোচনা। আজ কারও উপকার করতে গিয়ে সুনাম পাবেন। দুপুরের পরে বাড়তি কোনও ব্যবসা থেকে লাভ পেতে পারেন।
প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না। অফিসে কাজের চাপ বৃদ্ধি। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ। নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ।
চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। আজ কোনও নতুন কাজের জন্য মনে ভয়ের সঞ্চার হতে পারে। ব্যবসায় সময় ভাল নয়। ভাল কাজে বাধা। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
আরও পড়ুন: বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন! জল্পনা উসকে দিলেন দিলীপ
লোভ বৃদ্ধি পাওয়ায় বিপদ। ব্যবসায় চাপ নিয়ে আলোচনা। সম্পত্তি কেনাবেচার সময়। গান বাজনায় আগ্রহ বৃদ্ধি। পড়াশোনার জন্য মনে ভয় ভাব। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ।
বাবার সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। বাতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। বিবাহে বাধা আসতে পারে। কোনও বাড়তি কথা বিবাদ ডেকে আনতে পারে।
ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। আইনি কাজে সাফল্য আসতে পারে। অপরের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে। নতুন কোনও কাজের চেষ্টা। শেয়ার ব্যবসায় ক্ষতির আশঙ্কা। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে।
আরও পড়ুন: মা হওয়ার পর কবে কাজে ফিরবেন? ফাঁস করলেন অনুষ্কা
লটারি প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচ হবে। কোনও কারণে লোকের কাছে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে বাধা কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে আঘাত পাওয়ার যোগ কয়েছে।
সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনীহা আসতে পারে। বাবার সঙ্গে কোনও বিশেষ আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে।