Advertisment

Ajker Rashifal Bengali, 8 November 2022: আগামীতে ব্যবসায় লাভ এই রাশির জাতকদের : পড়ুন রাশিফল

জানুন মঙ্গলবারের রাশিফল

author-image
IE Bangla Web Desk
New Update
tuesday horoscope, মঙ্গলবারের রাশিফল, আজ মঙ্গলবার, আজকের রাশিফল, এই সপ্তাহের রাশিফল, 10th january , ১০ই জানুয়ারির রাশিফল এর রাশিফল

মঙ্গলবারের রাশিফল

মেষ/ Aries রাশিফল Rashifal ( March 21 - April 20 )

Advertisment

অর্থ উপার্জনের সুযোগ থাকবে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। সরঞ্জাম কিনতে পারেন। উন্নতির পথে হাঁটুন। কাছের মানুষকে ভালবাসায় রাখুন। অকারণে চিন্তা করবেন না।

বৃষ/ Taurus রাশিফল Rashifal ( April 21 - May 21 )

দিনের কাজ থেকে কিছু সময় ছুটি নিন। আজকে আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সৃজনশীল ক্ষমতা বজায় রাখুন। ব্যবসায় লাভ হতে পারে। অজানা কাউকে বিশ্বাস করবেন না।

মিথুন/ Gemini রাশিফল Rashifal ( May 22 - June 21 )

আপনি আজকে লাভ অর্জন করবেন। শক্তি থাকবে। আজকে অর্ধেক সময়েই কাজ শেষ করবেন। ভাই বোনের থেকে সুবিধা পাবেন। কনফিডেন্স ভাগ করে নিন। প্রত্যাশার থেকে ভাল ফল পাবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal ( June 22 - July 23 )

প্রেম জিবনে নতুন আলো আনতে পারে। আপনি আজ ভাগ্যবান হবেন। পরিবার থেকে দূরে গিয়ে শান্তি নেই। অর্থ ব্যয় থেকে সাবধান। নতুন করে আজকে অনেক কিছু জানতে পারবেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal ( July 24 - August 23 )

দয়ালু ভাব রাখুন, খুশির মুহূর্ত থাকবেন। নির্দিষ্ট কিছু কাজে আজকে ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে ভাল ভাবে ব্যবহার করুন। শান্ত থাকুন। প্রেমে খারাপ কিছু ঘটবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal ( August 24 - September 23 )

স্বাস্থ্য অবনতি হতে হবে। পরিবারের থেকে দুশ্চিন্তা আসতে পারে। পার্টনারের থেকে উপহার পাবেন। মাধুর্য সঠিক রাখুন। অতিরিক্ত কাজেও আজকে ফুর্তি থাকবে। অনেক কাজ আগেই শেষ করে ফেলবেন।

তুলা/ Libra রাশিফল Rashifal ( Sept 24 - Oct 23)

সরাসরি উত্তর দিন, মন খারাপ থাকলে কথা বলুন। শরীরে গরমিল থাকবে। বন্ধুদের থেকে নতুন পথ জানবেন। আজকে আত্মীয়দের ঋণ দেবেন না। বিবাহিত হলে সম্পর্কে যত্ন প্রয়োজন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal ( Oct 24 - Nov 22 )

আজকে এমন এক বার্তা পাবেন যে মন খুশি হয়ে যাবে। মনোবল বাড়িয়ে তুলুন। উপায় না থাকলে কথা দেবেন না। আবেগে ভাসবেন না। উচ্ছাস উপভোগ করুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal ( Nov 23 - Dec 22 )

মানুষের মনে আঘাত দেবেন না। উপস্থিতি বোধ করেই কাজ করুন। একসঙ্গে কাজ শেষ করুন। ইতিবাচক চিন্তা রাখলেই ভাল। অচেনা ব্যক্তির পরামর্শে অনেক কিছু হবে। আকর্ষণীয় হয়ে উঠুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )

সকলের কাছে নিজের ভাল ভাব রাখুন। আজকে প্রিয় কিছু মানুষের থেকে অনেক কিছু পাবেন। টাকা পয়সার সুযোগ থাকবে। চিন্তা করবেন না। আপনার ভাই আপনার সহায়ক হবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )

অহেতুক চাপ নেওয়ার প্রয়োজন নেই। আজকে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। অন্যের কাজে সাহায্য করুন। স্বল্প মেয়াদে নিজের জন্য সময় বের করুন। লোকেদের হস্তক্ষেপে অনেক কাজ হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal ( Feb 20 - Mar 20 )

পরিবারের সদস্যের থেকে সুরাহা হবে। আজকে অনেকের থেকে উপকৃত হবেন। অত্যন্ত হতাশা থাকতে পারে। যেকোনও কাজ উপস্থাপন করুন। প্রতিশ্রুতি দিতে সাবধান।

Singha Rashifal 2022 ( সিংহ রাশিফল ) Makar Rashifal 2022 (মকর রাশিফল ) Karkat Rashifal 2022 ( কর্কট রাশিফল ) Kumbha Rashifal 2022 ( কুম্ভ রাশিফল ) Mesh Rashifal 2022 ( মেষ রাশিফল ) Tula Rashifal 2022 ( তুলা রশিফল ) Kanya Rashifal 2022 ( কন্যা রাশিফল ) Vrischik Rashifal 2022 ( বৃশ্চিক রাশিফল ) Vrish Rashifal 2022 ( বৃষ রাশিফল ) Mithun Rashifal 2022 ( মিথুন রাশিফল ) Meen rashifal 2022 ( মীন রাশিফল ) Dhanu Rashifal 2022 ( ধনু রাশিফল )
Advertisment