Akshaya Tritiya 2025: গজকেশরী যোগ, রাশি অনুযায়ী এই বিশেষ টোটকা করলেই ধনসম্পদে ভরবে আপনার ঘর

On Akshaya Tritiya 2025, the rare and auspicious Gajakesari Yoga will occur: অক্ষয় তৃতীয়া ২০২৫-এ গজকেশরী যোগ পড়ছে, যা অত্যন্ত শুভ। রাশিফল অনুযায়ী এই দিনে কিছু নির্দিষ্ট টোটকা ও পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায়।

On Akshaya Tritiya 2025, the rare and auspicious Gajakesari Yoga will occur: অক্ষয় তৃতীয়া ২০২৫-এ গজকেশরী যোগ পড়ছে, যা অত্যন্ত শুভ। রাশিফল অনুযায়ী এই দিনে কিছু নির্দিষ্ট টোটকা ও পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Shukra Varun Yuti 2025: বরুণ গ্রহ প্রায় ১৩ বছর একটি রাশিতে অবস্থান করে

Gajakesari Yoga: গজকেশরী যোগ।

Akshaya Tritiya 2025: Gajakesari Yoga Brings Rare Prosperity – Follow These Remedies According to Your Zodiac: অক্ষয় তৃতীয়া ২০২৫ সালে এক বিশেষ সৌভাগ্যশালী সময়ে ঘটতে চলেছে। এই দিন পড়েছে গজকেশরী যোগ। জ্যোতিষশাস্ত্র মতে, গজকেশরী যোগ (Bengali Horoscope) এমন একটি শুভ যোগ যা ব্যক্তি জীবনে অক্ষয় সম্পদ, সাফল্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। ‘অক্ষয়’ শব্দের অর্থ যা কখনও ক্ষয় হয় না— এই দিন করা যে কোনও শুভ কাজের ফল বহু গুণে বৃদ্ধি পায়।

Advertisment

২০২৫ সালে অক্ষয় তৃতীয়া পড়ছে ২৯ এপ্রিল, মঙ্গলবার। এই দিনে সকাল থেকেই গজকেশরী যোগ তৈরি হচ্ছে, যা বহু বছর পরে এই বিশেষ তিথিতে দেখা দেবে। এদিন দেবী লক্ষ্মী, শ্রীহরি বিষ্ণু ও ধনপতি কুবের দেবের পূজা করলে ধন-সম্পদের কখনও অভাব (West Bengal) হয় না। কিন্তু, যদি আপনি রাশিনুযায়ী কিছু বিশেষ টোটকা পালন করেন, তাহলে ভাগ্য আরও সুপ্রসন্ন হতে পারে।

রাশিনুযায়ী টোটকা:

মেষ (ARIES): এই দিনে কুমকুম বা সিন্দুর ও গোলাপজল দিয়ে লক্ষ্মী মূর্তি পরিষ্কার করে ধূপ-দীপ দিন। অর্থাগমের পথ খুলবে।

Advertisment

বৃষ (TAURUS): ঘরে নতুন ধানভরতি কৌটো আনুন এবং তাতে পাঁচটি চকচকে কয়েন রাখুন। এটি ধনলাভে সহায়তা করবে।

মিথুন (GEMINI): দূর্বাঘাস ও কাঁচা দুধ দিয়ে শ্রীবিষ্ণুকে অর্চনা করুন। মানসিক শান্তি ও আর্থিক স্থিতি আসবে।

কর্কট (CANCER): দেবী লক্ষ্মীর চরণে দুধ, চাল ও গঙ্গাজল নিবেদন করুন। পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে।

সিংহ (LEO): কুবের মূর্তির সামনে ধনসম্পদ সুরক্ষার জন্য রুদ্রাক্ষ মালা দিন এবং গীতার পাঠ করুন।

কন্যা (VIRGO): একমুঠো চাল ও এক টাকার কয়েন হলুদ কাপড়ে বেঁধে পাত্রে রেখে দিন। আয় বাড়বে।

তুলা (LIBRA): তামার পাত্রে জলের সঙ্গে তুলসীপাতা রেখে পূজা করুন। তা আপনার কর্মক্ষেত্রে উন্নতির পথ সুগম করবে।

বৃশ্চিক (SCORPIO): কালী মন্দিরে লাল চুড়ি ও লাল শাড়ি দান করুন। বাধা কেটে যাবে।

ধনু (SAGITTARIUS): সোনা বা রূপা কিনে সেই উপকরণ দিয়ে লক্ষ্মী পূজা করুন। ঘরে ধন, ধান বাড়বে।

মকর (CAPRICORN): কাঠের পাত্রে অক্ষয় তৃতীয়ার দিন চাল ও গুড় রেখে দান করুন। ব্যবসায় উন্নতি হবে।

কুম্ভ (AQUARIUS): শিবলিঙ্গে দুধ ও মধু দিয়ে অভিষেক করুন। আর্থিক সংকট কাটবে।

মীন (PISCES): মা লক্ষ্মীর মূর্তিতে পদ্মফুল অর্পণ করুন। চাকরির ক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ আসবে।

আরও পড়ুন- ৩০ বছর পর মঙ্গল-শনির ভয়ংকর যোগ, কারা পড়বেন বিপদে, লাভ হবে কাদের?

এছাড়া এই দিন স্বর্ণ, রূপা, বাসনপত্র, ভূসম্পত্তি, যানবাহন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ তিথিতে আপনার রাশি অনুযায়ী টোটকা ও পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপা সহজেই পেতে পারেন। 

Bengali Horoscope Horoscope West Bengal