April Grah Gochar 2025: এপ্রিলে ৩ গ্রহের খেলায় বাম্পার লক্ষ্মীলাভ! এই তিন রাশির জীবনই পাল্টে যাবে

April Grah Gochar 2025: এই রাশিগুলির উপর সূর্য ও মঙ্গল দেবের বিশেষ কৃপা বর্ষিত হবে। তাঁদের কৃপায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা আসবে। আসুন, সেই রাশিগুলির বিষয়ে জানি।

April Grah Gochar 2025: এই রাশিগুলির উপর সূর্য ও মঙ্গল দেবের বিশেষ কৃপা বর্ষিত হবে। তাঁদের কৃপায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা আসবে। আসুন, সেই রাশিগুলির বিষয়ে জানি।

author-image
IE Bangla Web Desk
New Update
April Grah Gochar 2025: এপ্রিল মাসটি বেশ কিছু রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে

April Grah Gochar 2025: এপ্রিল মাসটি বেশ কিছু রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে

April Grah Gochar 2025: এপ্রিল মাসটি বেশ কিছু রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। আত্মার কারক সূর্য দেবের রাশি পরিবর্তনের তারিখে সংক্রান্তি উদযাপন করা হবে। এপ্রিল মাসে সূর্য দেব মেষ রাশিতে গমন করবেন। এই দিন থেকেই খরমাস শেষ হবে।

Advertisment

শুধু আত্মার কারক সূর্য দেব নয়, শক্তির কারক মঙ্গল দেবও রাশি পরিবর্তন করবেন। এটি রাশিচক্রের সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। এর মধ্যে তিনটি রাশির জাতকদের সবচেয়ে বেশি লাভ হবে। এই রাশিগুলির উপর সূর্য ও মঙ্গল দেবের বিশেষ কৃপা বর্ষিত হবে। তাঁদের কৃপায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা আসবে। আসুন, সেই রাশিগুলির বিষয়ে জানি।

মঙ্গল গমন ২০২৫

শক্তির কারক মঙ্গল দেব ৩ এপ্রিল রাতে ১:২৮ মিনিটে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন। মঙ্গল দেব এই রাশিতে ৬ জুন পর্যন্ত থাকবেন। এর পরদিন তিনি সিংহ রাশিতে প্রবেশ করবেন। তবে তার আগে মঙ্গল দেব অনেকবার নিজের গতি পরিবর্তন করবেন।

Advertisment

সূর্য গমন ২০২৫

গ্রহরাজ সূর্য দেব ১৪ এপ্রিল রাশি পরিবর্তন করবেন। এই দিন সূর্য দেব রাত ৩:২১ মিনিটে মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে গমন করবেন। এই দিন মেষ সংক্রান্তি পালন করা হবে। পাশাপাশি এই দিন খরমাসের অবসান হবে। এই দিন থেকে সব ধরনের শুভ কাজ শুরু হবে।

আরও পড়ুন রাত পোহালেই শুক্রের 'ভয়ঙ্কর খেলা' শুরু, ধনসম্পদের জোয়ারে ভাসবেন এই ৫ রাশির জাতক

মেষ রাশি

সূর্য দেব এবং মঙ্গল দেবের গতি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন। এই রাশির অধিপতি হলেন মঙ্গল দেব। সূর্য দেবের কৃপা মেষ রাশির জাতকদের উপর বিশেষভাবে থাকে। তাঁদের কৃপায় কর্মক্ষেত্রের সমস্যাগুলি দূর হবে। পাশাপাশি শারীরিক সমস্যাও দূর হবে। জীবনে সুখের আগমন হবে এবং আটকে থাকা কাজগুলি পূর্ণ হবে।

কর্কট রাশি

মঙ্গল দেবের কৃপায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মন শক্তিতে ভরপুর থাকবে। শারীরিক এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। কর্মক্ষেত্রের সমস্যা দূর হবে। গুরু দেবের কৃপায় সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আয়ের নতুন পথ তৈরি হবে। শিক্ষা ক্ষেত্রে সাফল্য আসতে পারে এবং বিশেষভাবে কিছু শুভ কাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন বৃহস্পতির চালে খেলা ঘুরবে ৪ রাশির, সরকারি চাকরি-ব্যবসায় ব্যাপক মুনাফার যোগ

মকর রাশি

মঙ্গল দেবের বিশেষ কৃপা মকর রাশির জাতকদের উপর বর্ষিত হয়। তাঁর কৃপায় কর্মক্ষেত্র এবং ব্যবসায় উন্নতি হবে। শনির সাড়ে সাতির সমাপ্তি ঘটে তাঁদের জীবনে নতুন দিশা আসবে। আয়ের বৃদ্ধি হবে। জীবনে নতুন সুযোগ পাওয়া যাবে। আত্মীয়-স্বজনের সাহায্য পাওয়া যেতে পারে। কর্ম এবং ব্যবসার সমস্যা দূর হবে।

Astrology Horoscope Bengali Horoscope