Budh Gochar 2025: রাগ এড়িয়ে না চললে চরম বিপদ, বিনিয়োগের আগে সাবধান হোন, বুধের গোচরে কোন কোন রাশি হবে মালামাল?

Budh Gochar 2025: ৭ মে পর্যন্ত বুধ মীন রাশিতে অবস্থান করবে। এরপর বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধের গোচর বেশ কিছু রাশির মানুষের জীবনে বয়ে আনবে বিরাট সাফল্য।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Budh Gochar 2025

বুধের গোচরে কোন কোন রাশি হবে মালামাল?

Budh Gochar 2025: ৭ মে পর্যন্ত বুধ মীন রাশিতে অবস্থান করবে। এরপর বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধের গোচর বেশ কিছু রাশির মানুষের জীবনে বয়ে আনবে বিরাট সাফল্য। 

Advertisment

বুদ্ধি ও বাকশক্তি, জ্ঞানের প্রতীক হিসাবে বুধ গ্রহকে মানা হয়ে থাকে, গত মাসের ২৭ ফেব্রুয়ারি রাত ১১:২৮ মিনিটে বুধ মীন রাশিতে প্রবেশ করেছে। ৭ ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধের গোচরের কারণে একাধিক রাশির জীবনে আসতে চলেছে বিরাট বদল। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া বুধের গোচরের কারণে কোন কোন রাশির মানুষদের জীবনে আসতে চলেছে আশাতীত সাফল্য? আবার কোন কোন রাশির মানুষ মানুষরা এই সময়ে বাড়তি সতর্ক হবেন তাও চলুন জেনে নেওয়া যাক 

মেষ রাশি
বুধ মীন রাশিতে গমন করার ফলে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থ ব্যায়ের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আপনার কাজে বাধা আসতে পারে। রাগ একেবারে এড়িয়ে চলতে হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় বিরাট সাফল্য পাভেন। কর্মক্ষেত্রে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। অসমাপ্ত কাজ শীঘ্রই সম্পন্ন হবে।

Advertisment

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য বুধের গোচর খুবই শুভ কাজে ধারাবাহিক সাফল্য আসবে। ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মন প্রফুল্ল থাকবে।

কর্কট রাশির চিহ্ন
কর্কট রাশির ক্ষেত্রে, বুধের গোচরের ফলে কর্মক্ষেত্রেকিছু বাধা আসতে পারে। জীবনে নানান দিকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। 

নিমেষে বদলে যাবে ভাগ্য, সুখ সাগরে ভেসে যাবেন আপনি

Horoscope Bengali Horoscope