Budh Gochar 2025: ৩ দিন পরেই বুধের আশীর্বাদে ভাগ্যের চাকা ঘুরবে এই তিন রাশির, সব কাজেই মিলবে সাফল্য

Budh Gochar 2025: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ ১১ এপ্রিল সন্ধে ৬.৩৫ মিনিটে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তরাভাদ্রপদ নক্ষত্রমণ্ডলের ২৭টি নক্ষত্রের মধ্যে ২৬তম। যার স্বামী গ্রহ হল শনি এবং রাশি মীন। এই নক্ষত্রে বুধ ২৭ এপ্রিল পর্যন্ত থাকবে। এর পর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে।

Budh Gochar 2025: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ ১১ এপ্রিল সন্ধে ৬.৩৫ মিনিটে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তরাভাদ্রপদ নক্ষত্রমণ্ডলের ২৭টি নক্ষত্রের মধ্যে ২৬তম। যার স্বামী গ্রহ হল শনি এবং রাশি মীন। এই নক্ষত্রে বুধ ২৭ এপ্রিল পর্যন্ত থাকবে। এর পর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Budh gochar 2025

কেরিয়ার এবং ব্যবসার পাশাপাশি জীবনের প্রতি পদক্ষেপে উন্নতিতে বুধের বিশেষ ভূমিকা রয়েছে Photograph: (ফাইল ছবি)

Budh Gochar 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ গ্রহের যুবরাজ। একটা নির্দিষ্ট সময় পর পর রাশির পাশাপাশি নক্ষত্র পরিবর্তনও করে। যার প্রভাব ১২টি রাশির সঙ্গে দেশ-দুনিয়াতেও পড়ে। বুধ ব্যবসায়, বুদ্ধি, শিক্ষা, বিদ্যার আদি কারক। তাই এই অবস্থায় বুধের অবস্থান একটু বদলে এই ক্ষেত্রগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আগামী ১১ এপ্রিল নক্ষত্র পরিবর্তন করে উত্তরাভাদ্রপদে প্রবেশ করবে। বুধ গ্রহ এই নক্ষত্রে প্রবেশ করার ফলে ১২টি রাশির জীবনে অনেক প্রভাব পড়বে। কিন্তু তিনটি রাশির ক্ষেত্রে অপার সাফল্যের পাশাপাশি ধনলাভেরও যোগ রয়েছে। জেনে নিন এই তিন রাশি সম্পর্কে

Advertisment

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ ১১ এপ্রিল সন্ধে ৬.৩৫ মিনিটে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তরাভাদ্রপদ নক্ষত্রমণ্ডলের ২৭টি নক্ষত্রের মধ্যে ২৬তম। যার স্বামী গ্রহ হল শনি এবং রাশি মীন। এই নক্ষত্রে বুধ ২৭ এপ্রিল পর্যন্ত থাকবে। এর পর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে।

বৃষ রাশি

এই রাশির জাতকদের জন্য বুধের নক্ষত্র পরিবর্তন অনেক লাভদায়ক হবে। এই রাশির জাতক সর্বক্ষেত্রে অপার সাফল্য পাবে এবং প্রচুর ধনলাভ হবে। দীর্ঘ সময় পর্যন্ত আটকে থাকা টাকা প্রাপ্তি হবে। আর্থিক স্থিতি ধীরে ধীরে ভাল হবে। আপনি ভবিষ্যতে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুবান্ধব এবং পরিবারের সমর্থন পাবেন। যার ফলে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সমাজে মান-সম্মানের বৃদ্ধি হবে। এছাড়া পরিবারে দীর্ঘ সময় ধরে চলা কোনও সমস্যার সমাধান পাবেন। ঘরে সুখ-শান্তি থাকবে। বুদ্ধিদীপ্ত আচরণে সবার মন জয় করবেন। যার ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। স্বাস্থ্যও ভাল থাকবে।

Advertisment

আরও পড়ুন ৩০ বছর পর কাছাকাছি বুধ এবং শনিদেব, এই ৩ রাশির গোল্ডেন টাইম শুরু হল বলে

সিংহ রাশি

বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে এই রাশির জাতকের অনেক ধনপ্রাপ্তি হবে। ফাটকাবাজি, শাট্টা এবং সম্পত্তির মাধ্যমে অপ্রত্যাশিত ধনলাভ হতে পারে। বিনিয়োগের কথা ভাবলে একটু ভেবেচিন্তে করুন। যাতে আপনি নিজের লক্ষ্যে সফল হতে পারেন। পরিবারের পুরো সমর্থন পাবেন। এছাড়া যোগাযোগ কৌশল বাড়বে। আপনি কেরিয়ারে অনেক কিছু অর্জন করবেন। ধনদৌলত সংক্রান্ত কোনও প্রকার সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। স্বাস্থ্যের জন্য জীবনযাপন এবং খাওয়া-দাওয়ায় নজর দিন।

আরও পড়ুন দৈত্যগুরু শুক্রের চালে বদলে যাবে ভাগ্য, ১৩ এপ্রিল থেকে মালামাল হবে এই তিন রাশির জাতক

ধনু রাশি

উত্তরাভাদ্রপদ নক্ষত্রে বুধ প্রবেশ করার ফলে এই রাশির জাতকের কেরিয়ার, দাম্পত্য জীবন এবং ব্যবসায় অনেক লাভ হবে। কার্যক্ষেত্রে কিছু সমস্যা আসলেও পরে অনেক সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে সমস্যারও সমাধান হবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় যাবে। একে অপরের আরও সান্নিধ্য পাবেন। মা-বাবার সুখ প্রাপ্তি হবে। জমি-জমা লাভের সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। যাতে কেরিয়ারেও অনেক লাভ হবে। নতুন বন্ধু হবে। কিন্তু কোনওরকম সিদ্ধান্ত চটজলদি নিতে যাবেন না। তাহলে আপনার লোকসান হতে বাধ্য।

Astrology Horoscope Bengali Horoscope