Dhanteras Horoscope 2024: ধনতেরাসে ত্রিযোগ, মুহূর্তের মধ্যে ভাগ্য পাল্টে যাবে এই রাশিদের...

Dhanteras Rashifal 2024: এইবছর বুধ, শুক্র এবং গুরু ত্রিযোগ সৃষ্টি করছে। কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এই বছর ধনতেরাস উপলক্ষে?

Dhanteras Rashifal 2024: এইবছর বুধ, শুক্র এবং গুরু ত্রিযোগ সৃষ্টি করছে। কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এই বছর ধনতেরাস উপলক্ষে?

author-image
IE Bangla Web Desk
New Update
dhanteras 2019

Dhanteras Rashifal 2024: কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এই বছর ধনতেরাস উপলক্ষে?

ধনতেরাস উপলক্ষে কিছু রাশির যেমন ভাগ্য পাল্টাবে, ঠিক তেমনই কিছু রাশি তাঁদের জীবনে অর্থ এবং ধনের উপস্থিতি দেখতে পাবে। কিন্তু কেমন থাকবে বেশিরভাগের ভাগ্য?

Advertisment

এবছর ধনতেরাস বেশ কিছু রাশিদের জাতকদের জন্য শুভ হবে বলেই জানা যাচ্ছে। কারণ, প্রায় ১০০ বছর পর এইবছর বুধ, শুক্র এবং গুরু ত্রিযোগ সৃষ্টি করছে। কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এই বছর ধনতেরাস উপলক্ষে?

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের ওপর ত্রিযোগ দারুণ কাজ করবে। তাঁদের ব্যবসায় দারুণ লাভ হতে পারে। চাকরিতে অনেকটা ভাল খবর শুনতে পারেন। ঘর পরিবারে সুখ আসবে।

মিথুন রাশি: মিথুন রাশি বুধের জাতক। তাই, এই রাশিদের বেশ লাভ হবে যোগের ফলে। কেরিয়ার এবং সম্পর্কে দারুণ কিছু ঘটবে। অর্থলাভ হবে।

Advertisment

কর্কট রাশি: কর্কট রাশির যারা ব্যবসায়ী তাঁরা লাভ পাবেন। ঘরবাড়িতে নতুন কিছু দেখতে পাবেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে। শত্রুর নাশ হতে দেখবেন।

সিংহ রাশি: সিংহ রাশির যদিও বা অধিপতি রবি, তাও এই রাশির লাভজনক হবে এইসময়। তাঁরা আর্থিক লাভ দেখতে পাবেন। স্থিতি থাকবে ব্যবসায়। সম্পত্তির যোগ রয়েছে।

বৃশ্চিক রাশি: লাভ হবে এই রাশির। তাঁদের মন প্রসন্ন থাকার পাশাপাশি দেখা যাচ্ছে যে আর্থিক লাভ হবে তাঁদের। নতুন কিছু শুরু হতে পারে।

মীন রাশি: চাকরিতে বদল আসবে। মনোমালিন্য দুর হবে। যাদের আইনি জটিলতা চলছে তাদের সেসব দুর হবে।

Singha Rashifal Mithun Rashifal Mesh Rashifal Karkat Rashifal dhanteras rashifal Vrishchik Rashifal