Advertisment

Shukra and Guru Samsaptak Rajyog: বৃহস্পতি-শুক্রের যুগলবন্দিতে সমসপ্তক রাজযোগ! দীপাবলির আগেই সোনায় সোহাগা ৩ রাশির

Samsaptak Rajyog: শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করতেই বৃহস্পতির সামনা-সামনি চলে এসেছে। এই অবস্থায় বেশ কিছু রাশির জীবনে বাম্পার সময় আসতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Samsaptak Rajyog: বৃহস্পতি-শুক্রের যুগলবন্দিতে রাজা এই ৩ রাশি

Samsaptak Rajyog: বৃহস্পতি-শুক্রের যুগলবন্দিতে রাজা এই ৩ রাশি

Samsaptak Rajyog: জ্যোতিষ শাস্ত্রে দৈত্যদের গুরু ছিলেন শুক্র। দীর্ঘ সময় পর রাশি পরিবর্তন করে শুক্র গ্রহ। রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবনে তো বটেই, দেশ-দুনিয়াতেও এর প্রভাব পড়ে। শুক্রকে ধন-ঐশ্বর্য্য, বৈভব, মান-সম্মান, প্রেম-আকর্ষণের কারক মনে করা হয়। তাই শুক্র রাশি পরিবর্তন করলে প্রত্যেক রাশির জাতকের কেরিয়ার, ব্যবসা, শিক্ষা, বিদেশ ভ্রমণ এবং আর্থিক পরিস্থিতির উপর প্রভাব পড়ে। 

Advertisment

প্রসঙ্গত, শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। এই অবস্থায় শুক্র বৃষ রাশিতে অবস্থান করা বৃহস্পতির সঙ্গে সংযোগ বানাচ্ছে। দুই গ্রহ এখন সামনা-সামনি, যাতে সমসপ্তক রাজযোগ তৈরি হচ্ছে। শুক্র এবং বৃহস্পতি সামনা-সামনি এসে যাওয়ায় কিছু রাশির জাতক-জাতিকার ভাগ্য চমকাতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে খুশির হাওয়া বইতে চলেছে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, দৈত্যগুরু শুক্র ১৩ অক্টোবর সকালে ৫.৪৯ মিনিটে বৃশ্চিক রাশিতে গোচর করেছে। ৭ নভেম্বর পর্যন্ত ওই রাশিতেই অবস্থান করবে। এর সঙ্গে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্র অবস্থায় বিরাজমান। এর ফলে দীপাবলির আগে কিছু রাশির জীবন আমূল পাল্টাতে চলেছে।

মেষ রাশি (Mesh Zodiac)

মেষ রাশির জাতক-জাতিকার জন্য খুব লাভজনক হতে চলেছে শুক্র এবং বৃহস্পতির সামনা-সামনি আসা। প্রচুর ধনসম্পদ প্রাপ্তি হতে পারে। এই রাশিতে বৃহস্পতি দ্বিতীয় এবং শুক্র অষ্টম অবস্থানে রয়েছে। এর ফলে এই রাশির আকস্মিক ধনলাভ হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হতে পারে। কোথাও বিনিয়োগের কথা ভাবলে এই সময়ে করলে অনেক লাভ হতে পারে। বন্ধু বা পরিবারের সঙ্গে তীর্থ করতে যেতে পারেন। 

বৃষ রাশি (Vrisha Zodiac)

এই রাশির লগ্ন অবস্থানে বৃহস্পতি এবং সপ্তম অবস্থানে শুক্র বিরাজমান। এমতাবস্থায় এই রাশির জাতক-জাতিকার জন্য খুবই সৌভাগ্যপূর্ণ হতে পারে। শুক্রের জন্য প্রচুর ধনলাভ হতে পারে। দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকার সৌভাগ্য লাভ হবে। সমাজে মান-সম্মান বাড়বে। সঙ্গে সঙ্গে কেরিয়ারে পদ-প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে। আধ্যাত্মিক দিকে ঝুঁকবেন। ধার্মিক স্থানে যাত্রা করতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। স্বাস্থ্যও ভাল থাকবে।

আরও পড়ুন ৫০ বছর পর অভূতপূর্ব ঘটনা, এই রাশিগুলির সোনালি সময় শুরু, কেরিয়ারে উন্নতি থেকে প্রচুর ধনলাভ

কর্কট রাশি (Karkat Zodiac)

এই রাশির জাতক-জাতিকাদের ৭ নভেম্বর পর্যন্ত খুব ভাল সময় যাবে। এই রাশির জাতকের উপর বৃহস্পতির সঙ্গে সঙ্গে শুক্রের অসীম কৃপা লাভ হবে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সুখ-বিলাসযাপন বৃদ্ধি হবে। জীবনের নানা সমস্যা শেষ হবে। নতুন চাকরি খুঁজলে মিলবে। নয়া বাড়ি, বাহন কেনার শখ পূরণ হবে। এই রাশিতে শুক্র পঞ্চম স্থানে এবং বৃহস্পতি একাদশ স্থানে থাকার দরুন কেরিয়ারে অনেক লাভ হবে। প্রচুর ধনসম্পদ প্রাপ্তি হতে পারে। উপার্জনের অনেক দিশা পাবেন। ছোট ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভাল হবে।

Bengali Horoscope Horoscope VRISH RASHIFAL 2024 বৃষ রাশিফল KARKAT RASHIFAL 2024 কর্কট রাশিফল MESH RASHIFAL 2024 মেষ রাশিফল
Advertisment