Advertisment

Budh Margi 2025 Horoscope: বুধের এক চালে সোনায় সোহাগা এই ৩ রাশির, ২০২৫ সালে চাকরি-ব্যবসায় প্রচুর সাফল্য

Budh Margi 2025 Horoscope: ২০২৫ সালে সোনায় সোহাগা হবে ৩ রাশির। জাতক-জাতিকারা লাভের মুখ দেখবেন। চাকরি-বাকরি হোক বা ব্যবসা, সাফল্য আসবেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Budh Uday 2024, Mercury Transit 2024 effects on horoscope

Budh Margi 2025: ২০২৫ সালে সোনায় সোহাগা হবে ৩ রাশির

Budh Margi 2025 Horoscope: জ্যোতিষশাস্ত্র মতে, বছর শেষ হওয়ার আগে মার্গী হয়েছে বুধ। যার প্রভাবে ২০২৫ সালে সোনায় সোহাগা হবে ৩ রাশির। জাতক-জাতিকারা লাভের মুখ দেখবেন। চাকরি-বাকরি হোক বা ব্যবসা, সাফল্য আসবেই। কোন কোন রাশির সৌভাগ্যের দ্বার খুলবে জেনে নিন

Advertisment

বৃশ্চিক রাশি

কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারে সাফল্যের বড় যোগ রয়েছে। চাকরি-বাকরির পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসায়ীদের জন্য শুভ সময়। বিনিয়োগ করলে লাভ হবে। সব বাধা-বিপত্তি কাটবে।

বৃষ রাশি

Advertisment

বুধ মার্গী হওয়ায় শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারে সাফল্যের মুখ দেখবেন। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে। সব সমস্যা মিটে যেতে পারে।

কন্যা রাশি

সৌভাগ্যের দ্বার খুলবে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। আচমকা অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন। পরিবারের সবার স্বাস্থ্য ভাল থাকবে। পরিজনদের সঙ্গে ভাল সময় কাটাবেন।

আরও পড়ুন ২০২৫ সালে বিয়ের ফুল ফুটবে এই ৪ রাশির! আদর্শ জীবনসঙ্গী খুঁজে পাবেন জাতক-জাতিকারা

এছাড়াও, আগামী বছর জানুয়ারি মাসে প্রায় ১২ বছর পর শুক্র এবং বুধের মীন রাশিতে মিলন হবে। যার জেরে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হবে। এই যোগ অত্যন্ত বলে শুভ বলে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। মিথুন, কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের সুপ্রভাব দেখা যাবে।

আবার, ২০২৫ সালে রাহুর গোচর বা ট্রানজিট হতে চলেছে। নয়া বছরে মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু। কুম্ভ শনিদেবের রাশি। শনি কুম্ভ থেকে বেরিয়ে যাবে মীন রাশিতে। রাহু ১৮ মে বিকেল ৪.৩০ মিনিটে রাশি পরিবর্তন করতে চলেছে। নতুন বছরে রাহুর রাশির পরিবর্তনের ফলে মিথুন, সিংহ এবং কুম্ভ রাশির উপর খারাপ প্রভাব পড়তে চলেছে। 

আরও পড়ুন এক যুগ পর নতুন বছরে 'লক্ষ্মী নারায়ণ যোগ'! এই ৩ রাশির সোনায় সোহাগা, প্রচুর অর্থলাভ

বিধিবদ্ধ সতর্কীকরণ

গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Bengali Horoscope Horoscope rashifal Budh Gochor 2024
Advertisment