Advertisment

Ajker Horoscope 1 August, 2019: কেমন কাটবে মাসের প্রথম দিন? পড়ুন রাশিফল

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন অগাস্ট মাসের প্রথম দিন কি কি করলে ভালো যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
horoscope, রাশিফল

কেমন কাটবে আজ? জেনে নিন রাশিফল।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

Advertisment

আজ অপরের ভালবাসা পেতে পারেন। তবে অফিসে সমস্যা হতে পারে। কোনও বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে, বাইরের খবর বাড়ি একটি বয়ে আনবেন না। ব্যবসার ব্যপারে কোনও চিন্তা আপনার রক্তচাপ বৃদ্ধি করবে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বুঝে শুনে চলুন অযথা চিন্তা করবেন না। বাড়তি কোনও ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে। সকালের দিকে ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজও ভেস্তে যাবে। পায়ে  ব্যাথার সমস্যা হতে পারে।

আরও পড়ুন: ছন্দে ফিরছে বর্ষা, রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

মিথুন (২২ মে – ২১ জুন)

আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

পিতার কোনও সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। অপরের কোনও শরীর খারাপ নিয়ে  খরচ বাড়তে পারে।বন্ধুর সঙ্গে বিবাদ বাড়তে পারেন। আজ সৎ ব্যক্তির মত চলাফেরা করুন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

বন্ধুমহলে কোনও বিবাদ আজ সকাল দিকে অপ্রীতিকর দিকে মোড় নিতে পারে। ধর্মীয় কাজে খরচ হতে পারে। ব্যবসার দিকে ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা। ভাই ভাই বিবাদ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও চাপ বাড়তে পারে। আজকে রাগ তেজ কম রাখুন। পারলে নিজেকে সময় দিন।

আরও পড়ুন: সিসিডি মালিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে মোদী সরকারকে খোঁচা মমতার

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। চাকুরিক্ষেত্রে উদ্বেগ হলেও যা ন্যায্য তা করতে পিছপা হবেন না। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে কোনও প্রস্তাব পেতে পারে

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে। উপার্জন ভাগ্য শুভ। আচমকা অর্থ প্রাপ্তি হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও সফল হবেন। সঞ্চয় তেমন হবে না। ঋণও করতে হবে না।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আজ স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন। ছোট খাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। আত্মীয় কারও বাড়িতে আগমন ।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব। গুরু জনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কাজের ব্যাপারে মা-বাবার বিবাদ। বাড়তি খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি। আত্মীয়ের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে বিশ্বাস করতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চেষ্টা না করলে ব্যবসায় কোনও সাফল্য পাবেন না। স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

নতুন কোনও কাজের আরম্ভ। আজ কোনও নতুন কাজে বিপদের ঝুঁকি আছে। প্রেমের ব্যপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

Karkat Rashifal Meen Rashifal Kumbha Rashifal Dhanu Rashifal Vrishchik Rashifal Tula Rashifal Kanya Rashifal Singha Rashifal Makar Rashifal Mithun Rashifal Vrish Rashifal Mesh Rashifal rashifal
Advertisment