Rashifal 10 December 2018: সপ্তাহের শুরুতে কী অপেক্ষা করছে আপনার ভাগ্যে, দেখুন আপনার রাশিফল 

Today's Rashifal 10 December 2018: অনেক দূরের ভবিষ্যৎ জানা যদি নাও যায়, সকাল সকাল যদি জেনে নেওয়া যায়, সারাটা দিন কেমন যাবে? মন্দ হয় না তো। তাই চলুন জেনে নেওয়া যাক দিনটা কেমন যাবে আপনার।

Today's Rashifal 10 December 2018: অনেক দূরের ভবিষ্যৎ জানা যদি নাও যায়, সকাল সকাল যদি জেনে নেওয়া যায়, সারাটা দিন কেমন যাবে? মন্দ হয় না তো। তাই চলুন জেনে নেওয়া যাক দিনটা কেমন যাবে আপনার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Ajker Rashfal in Bengali 10 ‌‌‌‌‌‌December 2018

Rashifal 10 December 2018: নতুন করে শুরু করুন। যা গেছে তা যাক। সপ্তাহের প্রথম দিনের শুরুটা হোক সুন্দরভাবে। ভবিষ্যৎ দেখতে কার না সাধ হয়? আবার অনেক দূরের ভবিষ্যৎ জানা যদি নাও যায়, অন্তত সকাল সকাল যদি জেনে নেওয়া যায়, সারাটা দিন কেমন যাবে? তাহলে তো মন্দ হয় না বলুন। তাই চলুন জেনে নেওয়া যাক দিনটা কেমন যাবে আপনার। আপনাকে আরও সতর্ক হবেন কোন জায়গায়।

তবে যে যাই বলুক, সারা দিনের ভাল থাকা মন্দ থাকা কিন্তু মূলত নির্ভর করে আপনার কাজের ওপরেই। তাও জ্যোতিষ শাস্ত্র কী বলে, দেখতে তো ক্ষতি নেই। কাজেই দেরি দিন শুরু করার আগেই চোখ বুলিয়ে নিন চটপট।

মেষ
নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে নিয়ে ভাবুন আরও বেশি করে। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলোকে এক্সপ্লোর করুন। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য কিন্তু আপনার ওপর বেশ প্রসন্ন। আর লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তা দেবেন না। হালকা ভাবে নিন। এতে আপনারই ভাল।

বৃষ
প্রেমের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। আপনার মনের মানুষ খুশি হবে।

মিথুন
ব্যবসায় কোনও মহাজনের সঙ্গে বিবাদ। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

কর্কট
দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। বন্ধুর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে।

সিংহ
আজ বাড়িতে কোনও দামি জিনিস চুরি হতে পারে। খারাপ সঙ্গ ত্যাগ না করলে সংসারে ক্ষতি। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাব।

কন্যা
কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না।মামলার ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না।

তুলা
আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। চাকুরিক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেতে সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে কোনও প্রস্তাব থেকেও সতর্কভাবে সঙ্গী নির্বাচন করুন। শরীর সুস্থ থাকবে।

বৃশ্চিক
মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়া শরীর সুস্থ থাকবে। চলাফেরায় সাবধানতা প্রয়োজন। খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। এই সপ্তাহে অর্থকরী কোনও বাধা নেই। বুঝে খরচ করলে ঋণ হবে না। ব্যবসা ক্ষেত্রে বিশেষ কোনও সমস্যা নেই।

ধনু
ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। মানসিক টেনশন, সর্দি কাশিতে আক্রান্ত হবেন। আঘাত প্রাপ্তিও রক্তপাতের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত লাভের সপ্তাহ নয়। বরঞ্চ খরচ হবে বিপুল। তবে ঋণ করতে হবে না। ব্যবসা ক্ষেত্রে সমস্যা হবে না।

মকর
আপনার যা কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিষন্নতা ও মানসিক রোগে কষ্ট পাবেন। কোষ্ঠ কাঠিন্য ও লিভার সংক্রান্ত রোগে ভুগবেন।
হেরে যাওয়াগুলো স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালই হবে।

কুম্ভ
অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার সময় এসছে প্রতিবাদ করার। অর্থযোগ শুভ। তবে খরচও হবে বিপুল। বিনিয়োগে ঝুঁকি এড়িয়ে চললে ব্যবসায় লাভবান হবেন। বাহন ক্রয়ের যোগ রয়েছে। প্রতিবাদ করার সময় এসেছে। প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন।

মীন
দিনটি শুভ। চাকুরি ক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনও বিষয়ে জড়াবেন না। উপার্জন ভাগ্য চলনসই। প্রেমের ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে। শরীর সুস্থ থাকবে। বাহন ক্রয় হতে পারে। সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান।