Daily Bangla Rashifal, 11 December 2018: মাসের শুরু হয়েছে সবে, তবে বছরটা শেষ হতে চলেছে প্রায়। ভাল মন্দ মিশিয়ে বছরটা কেটে গিয়েছে। এবার বাকি সময়টা ভালোয় ভালোয় কাটলেই ফের নতুন বছর। চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ মতে আপনার দিনটি কেমন যাবে।
তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক। আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই। তাই আপনার কাজের ওপরেই নির্ভর করছে আপনার সময় কেমন কেমন যাবে। তবে যেহেতু জ্যোতিষও একটি বিজ্ঞান চর্চা তাই তাকেও নেহাত উড়িয়ে দেওয়া যায় না।
মেষ- বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে। আজ একটু সাবধানে থাকুন, কোনও বদনাম হতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা থেকে মুক্তি। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
বৃষ- বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। দ্বিতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় কর্মস্থানে অশান্তি। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে।
মিথুন- ভুল কোনও কাজ আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিকটা একটু খারাপ থাকবে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। আপনার গুরুত্ব বাড়বে।
কর্কট- অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে।
সিংহ- সকালের দিকটা একটু ভাল ভাবে চলতে পারে, কিন্তু সন্ধ্যার পরে বিবাদ থেকে সাবধান। প্রেমের বাঁধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পরে।ওদিকে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।
কন্যা- আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চিকিত্সার ব্যাপারে একটু সাবধান থাকুন। পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। বাহিরের লোকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তুলা- নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। শরীরে কোথাও চোট লাগার সম্ভাবনা। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে।
বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে।
ধনু- পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আজ দাঁতের যন্ত্রণায় আক্রান্ত হবেন। চাকুরিক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসাক্ষেত্রে বাধা আসবে না। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে।
মকর- অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দিলে ভবিষ্যতে মুশকিলে পড়বেন। বিবাহিত জীবনেও সমস্যা থাকবে।
কুম্ভ- কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। দিনটি শুভ যাবে। চাকুরিক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। আজ অধিক অর্থ উপার্জন হবে। ব্যবসা ক্ষেত্রেও শুভ যোগ। শরীর নিয়ে বড় কোনও সমস্যা নেই।
মীন- শরীর এই সপ্তাহে সুস্থই থাকবে। হৃদরোগীরা সাবধানে থাকুন। প্রেমের ক্ষেত্রে ক্ষণিক আলাপে কেউ আপনার প্রিয় ভাজন হয়ে উঠতে পারে। এখনই কিন্তু ভেসে যাওয়ার প্রয়োজন নেই। বিবাহিত জীবন শুভ। এই সপ্তাহে অর্থনৈতিক দিকে অস্বাচ্ছন্দ আসবে না। তবে খরচের ঠেলায় অনেক শখ পূরণ হবে না। ব্যবসায় সতর্ক দৃষ্টি প্রয়োজন।