Advertisment

Daily Rashifal 12 December 2018: বুধে পা ফেলুন বুঝে, দেখুন রাশিফল কী বলছে

Horoscope Astrology Predictions, 12 December 2018: চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ মতে আপনার দিনটি কেমন যাবে। বুধে আপনার ভাগ্যে কী কী রয়েছে, কোন দিকটা সামলে নিতে হবে সবটাই জেনে নিন একে একে। 

author-image
IE Bangla Web Desk
New Update
Chandra grahan effects on rashi:

Ajker Rashfal in Bengali 17 December 2018: আজকের রাশিফল

Daily Rashifal 12 December 2018: এটা মাসের মধ্যভাগ বলা যেতেই পারে। তবে বছরটা শেষ হতে চলেছে প্রায়। ভাল মন্দ মিশিয়ে বছরটা কেটে গিয়েছে। এবার বাকি সময়টা ভালোয় ভালোয় কাটলেই ফের নতুন বছর। চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ মতে আপনার দিনটি কেমন যাবে। বুধে আপনার ভাগ্যে কী কী রয়েছে, কোন দিকটা সামলে নিতে হবে সবটাই জেনে নিন একে একে।

Advertisment

তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক। আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই। তাই আপনার কাজের ওপরেই নির্ভর করছে আপনার সময় কেমন কেমন যাবে। তবে যেহেতু জ্যোতিষও একটি বিজ্ঞান চর্চা তাই তাকেও নেহাত উড়িয়ে দেওয়া যায় না।

মেষ- শরীরের কোনও রোগ রাস্তায় আপনার বিপদ ডেকে আনতে পারে। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না, বেলা বাড়লে তবেই যান। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে, সামলে চলুন। ভাল কোনও কাজের পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে, খেয়াল রাখুন এই দিকটা ।

বৃষ- জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য নিশ্চিত। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ বৃদ্ধি পাবে। আজ পছন্দের কোনও জিনিষ চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না। সিদ্ধান্ত নিতে সমস্যা হবে তাই প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প।

মিথুন- আজ মাথায় কোনও ভাল কজের বুদ্ধি আসতে পারে। মানসিক দিক দিয়ে একটু চঞ্চল ভাব থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য কোনও ভাল যোগাযোগ আসতে পারে। গবেষণায় আজ সাফল্য আসতে পারে।

কর্কট-  আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। বর্তমানে বাঁচুন

সিংহ- সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে।আজ একটু সাবধানে চলাফেরা করুন। চাকরির স্থানে আজ তর্ক বেশি না করাই ভাল হবে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। শরীর ছোট খাটো সমস্যা ছাড়া ভালই থাকবেন। শত্রু বাড়তে পারে।

কন্যা- আজ একটু সাবধানে থাকুন, কোনও প্রকার বদনাম হতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে সমস্যা হতে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ রয়েছে। সৎসঙ্গে থাকার জন্য উন্নতি লাভ হবে। ভাই বা বোনের সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে। ব্যবসার দিকে অতিরিক্ত খরচ থেকে সাবধান।

তুলা- বিয়ের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থার পথে হাটতে হতে পারে। বাইরের অশান্তি ঘরে না আনার চেষ্টা করুন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। রাশির উপরে কেতু ও রাহুর দৃষ্টি থাকার জন্য খরচ বেশি হবে ও নানা সমস্যায় জর্জরিত থাকলেও আর্থিক ব্যাপারে বিশেষ শুভফল লাভ হবে।

বৃশ্চিক-  আয় ও ব্যয়ের পরিমান সমান থাকবে বলা চলে। তবে ভাল উপার্জনের সঙ্গে সঙ্গে সঞ্চয়ও হবে খুব ভাল। কর্মহীনের কর্মপ্রাপ্তি, কর্মরত ব্যক্তিদের পদোন্নতি ও উন্নতিমূলক কর্মে স্থানান্তর গমন যোগ প্রবল। জ্যোতিষী, সোনা-রুপোর ব্যবসায়ী, আমদানী-রপ্তানী, গভেষক ও রসায়নবিদগণের সামনে সুবর্ণ সুযোগ আসতে পারে।

ধনু- পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে।  আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে।

মকর- চাকুরি ক্ষেত্রে নাগালের মধ্যে এসেও কাজটা আটকে যাবে। অতিরিক্ত খরচের সম্ভবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ নিজেকে গুটিয়ে রাখুন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজ। এই সপ্তাহে অর্থনৈতিক দিকেস স্বাচ্ছন্দ আসবে না। তবে খরচের জন্য অনেক শখ পূরণ ব্যহত হবে। ব্যবসায় সতর্ক দৃষ্টি প্রয়োজন।

কুম্ভ- পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিবারের মতোই। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। শরীর এই সপ্তাহে সুস্থই থাকবে। হৃদরোগীরা সাবধানে থাকুন। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। শরুতেই সাবধান হন।

মীন- মিশ্র কাটবে দিনটি। কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। শেয়ারে লাভবান হবেন। জমি কেনাবেচায় শুভ নয়। বিবাহিত জীবন ভাল যাবে। প্রেমের ক্ষেত্রে দিনের শেষের দিকে শুভ। আর্থিক দিকে সঞ্চয় হবে তবে খরচও হবে।

Advertisment