Rashifal 17 December 2018: এ বছর যেন শীতটা এসেও ধরা দিচ্ছে না। তাই আমুদে বাঙালির স্বভাবতই মন খারাপ। পিকনিক, কমলালেবুর দিলগুলো যেন মনের মতো জমছে না। এদিকে বছরটাও প্রায় শেষ হতে চলল। তাই মন খারাপ অনেকেরই। সে সব ভুলে যান, সারাবছরটা তো ভালমন্দ নানা রকম মিলিয়ে কেটে গিয়েছে। শীত এল বলে, মন কেমনও কাটবে তাড়াতাড়িই। এবার নতুন করে আবার শুরু করার পালা। ভাগ্য সবসময় সঙ্গ দেয় না, একথা যেমন ঠিক তেমনই কর্মজোরে কিন্তু বদলে ফেলা যায় নিজের খারাপ সময়টাও।
সবাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে না, তবে মনে রাখার বিষয় জ্যোতিষ চর্চাও একটা বিজ্ঞানেরই অংশ । তাই এই বিষয়টিও নেহাত এড়িয়ে যাওয়া যায় না। তাই দিন বা বছর শুরু আগে অনেকেই ভাগ্য বিচার করে দেখে নিতে চান তার আগামী কেমন কাটবে। তাই আপনিও দিন শুরু করতে করতে দেখে নিন আপনার আগামীটা কেমন কাটবে, কী রয়েছে আপনার কপালে। চলুন জেনে নেওয়া যাক রাশিফল কী বলছে।
মেষ- অচেনা কোনও লোক এড়িয়ে চলুন। পুরনো অশান্তি আবার ঘুরে আসতে পারে, সতর্ক থাকুন। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। আজ কর্মস্থানে খুব ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসেছে।
বৃষ- অশুভ কোনও সঙ্কেত তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন। অন্যের কথায় অর্থ খরচ হতে পারে। সন্তানের দিক থেকে কোনও ভাল খবর আসতে পারে। অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় নানা বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প।
মিথুন- আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আজ অপরের কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে, তবে তা স্থায়ী হবে না। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনও জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতি হবে। আপনার গুরুত্ব বাড়বে। নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান ভাগ করবেন না।
কর্কট- অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। আজ কর্মস্থানে কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে ভাল যোগ হাতছাড়া হতে পারে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ। বিদ্যুৎ সংক্রান্ত কিছু থেকে একটু সাবধান থাকুন। আজ খুব বুঝে না চললে খরচ বাড়তে পারে।
সিংহ- হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় দিতে হবে। দুপুরের পরে ব্যবসা ভাল হবে ও সঞ্চয় বাড়তে পারে। সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে।
কন্যা- আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। এবং ব্যক্তিগত জীবনেও।
তুলা- নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ। সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। রাজনীতির লোকেদের সম্মানহানি হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল নয়। কাউকে নিজের দুর্বলতা দেখালে সে সুযোগ নিতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে।
বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হওয়ার যোগ। আজ সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যার মুখে পড়তে হবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে।
ধনু- পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হতে পারে। বিবাহ সংলগ্ন কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা ভাল নয়। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী, স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে।
মকর- অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে। কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে।
কুম্ভ- পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। চাকুরিক্ষেত্রে সমস্যা ছিল, কিন্তু তা কেটে গিয়েছে। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসা ক্ষেত্রে তেমন লাভ হবে না। প্রেমের ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে। শরীর মোটামুটি সুস্থ থাকবে।
মীন- মানসিক টেনশন, সর্দি কাশিতে আক্রান্ত হবেন। আঘাত প্রাপ্তিও রক্তপাতের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে নানা কারণে ইচ্ছা পূরণে বাধা আসছে। ভবিষ্যতে তা কেটে যাবে। বিবাহিত জীবন ভাল যাবে। অতিরিক্ত লাভের দিন নয় এটা। বরঞ্চ খরচ হবে বিপুল। তবে ঋণ করতে হবে না। ব্যবসা ক্ষেত্রে সমস্যা হবে না।