Daily Horoscope, 4 November 2018: কেমন যাবে আপনার দিনটি? জেনে নিন রাশিফল

Daily Horoscope for 4 December 2018:

Daily Horoscope for 4 December 2018:

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Ajker Rashfal in Bengali 1 January 2019: জানুন রাশিফল

Daily Horoscope, 4 December 2018:  ভাগ্যদেবী কবে প্রসন্ন হবেন? এই একটা প্রশ্ন সবার মাথাতেই ঘুরে বেরায় সর্বদা। তাঁকে সন্তুষ্ট করতে পারলেই সব সমস্যার সমাধান। এমনটাই মনে করেন অনেকেই। গ্রহ নক্ষত্রের হিসাব মেলাতে তাই সদাই ব্যস্ত মানুষ। তবে নাস্তিক হলেও ভাগ্যের ওপর আমরা সকলেই অল্পবিস্তর নির্ভর করে চলি। তবে জানবেন, জ্যোতিষ শাস্ত্র যাই বলুক, আপনি কেমন থাকবেন সেটা আপনার নিজের হাতেও রয়েছে অনেকটাই। সতর্ক থাকতে হবে আপনাকেই।

Advertisment

তবে সংখ্যাতত্ত্ব কিন্তু নেহাত এড়িয়ে যাওয়ার বিষয় নয়। তাই আপনার ভাবনা চিন্তার ইতি ঘটাতে আমরা আপনাকে রোজ জানিয়ে দিই কেমন যাবে আপনার গোটা দিনটা, কোথায় গিয়ে সংযত করতে হবে নিজেকে, রাশ টেনেই বা ধরবেন কখন! গ্রহ, নক্ষত্র বিচার করে জ্যোতিষ শাস্ত্র মতে কেমন যাবে আপনার ভাগ্য, চলুন জেনে নেওয়া যাক।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
এই রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকুরিক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকবে। প্রেমের ক্ষেত্রে দায় দায়িত্ব কোনও ভাবেই এড়িয়ে যাবেন না। শরীর ভালো যাবে না। পাওনাদারের কারণে বিরক্ত বোধ করতে পারেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়া শরীর সুস্থ থাকবে। চলাফেরায় সাবধানতা প্রয়োজন। এই সপ্তাহে অর্থকরী কোনও বাধা নেই। বুঝে খরচ করলে ঋণ হবে না। ব্যবসা ক্ষেত্রে বিশেষ কোনও সমস্যা নেই। মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়া শরীর সুস্থ থাকবে। চলাফেরায় সাবধানতা প্রয়োজন।

Advertisment

মিথুন (২২ মে – ২১ জুন)
আজ মিথুন রাশির জাতক-জাতিকার  ব্যবসা-বাণিজ্যে কিছু অগ্রগতি আশা করতে পারেন।পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। চিকিৎসায় প্রচুর ব্যয় হতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় উন্নতির জন্য কোনও চেষ্টা। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যাপারে অশান্তি আসতে পারে, সতর্ক থাকুন। সৃজনশীল পেশাজীবীদের কাজে কর্মে বাধা-বিপত্তি দেখা দেবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক ভাল যাবে। নিজের চেষ্টায় জীবনে উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে।  পরীক্ষার্থীরা পরীক্ষায় আশানুরুপ ফলাফল পাবেন না। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। আজ মনে একটু আনন্দের ভাব বাড়তে পারে। নিজের মতে চলবার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা আসতে পারে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বাঁকা পথে আয় না করাই ভাল। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি রয়েছে। ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা ব্যবসায় দ্রুত উন্নতি। বিষন্নতা ও মানসিক রোগে কষ্ট পাবেন। কোষ্ঠ কাঠিন্য ও লিভার সংক্রান্ত রোগে ভুগবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
মধ্য ভাগে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা। ব্যবসায়ের ক্ষেত্রে শুভ।সঞ্চয় কম হবে। এই বছর নতুন কোনও কাজের ব্যপারে মনে একটু ভয় ভাব আসতে পারে । উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনাতে লাভ বৃদ্ধি। অর্থ ব্যবস্থা ভাল হবে না।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হলে তা ক্ষতির কারণ হবে না। একে অপরের সঙ্গে সমঝোতা থাকবে। বিবাহিত জীবন শুভ। স্ত্রীর কারণে কোনও বিবাদ আসতে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
স্বামী স্ত্রী বিবাদ বাধতে পারে। নতুন প্রেমে আনন্দ বৃদ্ধি। গঠনমূলক কাজের চিন্তা। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে  – এই সময় কোনও  মহিলার প্রতি দুর্বলতার জন্য বিপদ। বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে। চাকরির জায়গায় সুনাম বাড়তে পারে। সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পিতা ও মাতার জন্য বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন । নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। ব্যবসায়ের কোনও  ক্ষতি হতে পারে । স্ত্রীর কারণে খরচ বৃদ্ধি হতে পারে।  বছরের মধ্যভাগে  লাভের আশায় নতুন কর্মে উদ্যোগ । দাম্পত্য জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি ।ফটকা প্রাপ্তি হতে পারে

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা। এই সময় বিবাহের ব্যাপারে কোনও আলোচনা বন্ধ না করাই ভাল ,

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রেমিকার সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যোদ্ধার। দ্বিতীয় প্রেমে নতুন মোড় আসতে পারে। প্রেমের জন্য কোন হতাশা। সংসারের ব্যাপারে খরচের চাপ বৃদ্ধি।